TRENDING:

WhatsApp-এর স্টেটাস আপডেটে আসতে চলেছে 'রিপ্লাই বার': কেমন সুবিধা পাবেন ব্যবহারকারী!

Last Updated:
Meta-মালিকানাধীন এই অ্যাপে শীঘ্রই আরও একটি পরিবর্তন আসতে চলেছে।
advertisement
1/8
WhatsApp-এর স্টেটাস আপডেটে আসতে চলেছে 'রিপ্লাই বার': কী সুবিধা মিলবে ?
ব্যবহারকারীদের জন্য নিয়মিত নতুন নতুন ফিচার নিয়ে আসছে WhatsApp, আসছে একের পর এক আপডেট। সংস্থার দাবি, এর বেশির ভাগই ব্যবহারকারীদের নিরাপত্তা ও গোপনীয়তার কথা মাথায় রেখে করা হচ্ছে। তবে কিছু ফিচার আসছে ব্যবহার অভিজ্ঞতা সহজ ও সাবলীল করার জন্যও।
advertisement
2/8
Meta-মালিকানাধীন এই অ্যাপে শীঘ্রই আরও একটি পরিবর্তন আসতে চলেছে। সেক্ষেত্রে স্টেটাস আপডেটের জন্য একটি ‘রিপ্লাই বার’ আসতে পারে বলে মনে করা হচ্ছে।
advertisement
3/8
WABetaInfo-র সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে, এই ফিচারটি, বর্তমানে বিটা ভার্সনের ব্যবহারকারীরা পাচ্ছেন। এর ফলে খুব সহজেই অন্য ব্যবহারকারীর স্টেটাস আপডেটে তাঁরা উত্তর দিতে পারছেন। এই ফিচারটি সরাসরি দেখা যাবে তাই রিপ্লাই মেনু অ্যাক্সেস করার জন্য সোয়াইপ আপ করার আর প্রয়োজন পড়বে না।
advertisement
4/8
মনে করা হচ্ছে এর ফলে আরও সহজে একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারবেন ব্যবহারকারীরা। এই রকম ফিচার ইতিমধ্যেই ব্যবহার করা যায় Instagram-এ। সেখানে যেকোনও স্টোরিতে সরাসরি রিপ্লাই করতে পারেন ব্যবহারকারীরা।
advertisement
5/8
রিপোর্ট অনুযায়ী, এই ফিচারটি অ্যান্ড্রয়েড এবং iOS উভয় ক্ষেত্রেই চালু হতে চলেছে। স্টেটাস আপডেটের রিপ্লাই বার ফিচারটি বিটা ভার্সন ব্যবহারকারীরা পাবেন। এজন্য তাঁদের Google Play Store থেকে লেটেস্ট আপডেট ইনস্টল করে নিতে হবে। যদি iOS ব্যবহার করেন, তাহলে TestFlight অ্যাপ থেকে WhatsApp বিটার লেটেস্ট ভার্সন ইনস্টল করতে হবে।
advertisement
6/8
জানা গিয়েছে, এই ফিচার ইতিমধ্যেই বিটা ভার্সনে রিলিজ হয়েছে। খুব শীঘ্রই বেশিরভাগ মানুষ এই ফিচার ব্যবহার করতে পারবেন।
advertisement
7/8
এছাড়াও বেশ কিছু নতুন কাজ করছে WhatsApp। অডিও মেসেজের ক্ষেত্রে ‘See Once’ ফিচার আসছে। এর ফলে ডিজ-অ্যাপিয়ারিং মেসেজ হিসেবে অডিও মেসেজও দ্বিতীয়বার শোনা যাবে না৷
advertisement
8/8
এই ফিচার ইতিমধ্যেই ফোটো এবং ভিডিও-র ক্ষেত্রে কাজ করে৷ অডিও মেসেজের ক্ষেত্রে এই ফিচার কার্যকরী হয়ে গেলে, অডিও মেসেজ প্রাপকের কাছে একবার বাজবার পর স্বয়ংক্রিয় ভাবে মুছে যাবে। Meta-র তরফে জানানো হয়েছে, ব্যবহারকারীদের গোপনীয়তা ও নিরাপত্তার জন্যই এই ফিচার কার্যকর করা হচ্ছে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
WhatsApp-এর স্টেটাস আপডেটে আসতে চলেছে 'রিপ্লাই বার': কেমন সুবিধা পাবেন ব্যবহারকারী!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল