WhatsApp-এ ফাইল শেয়ার করা হবে আরও সহজ, আসছে নয়া ফিচার, জানুন কী সুবিধা পাবেন
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
ইউজারদের কথা মাথায় রেখে WhatsApp লঞ্চ করে চলেছে একটার পর একটা নতুন ফিচার।
advertisement
1/8

সারা বিশ্বে সবথেকে জনপ্রিয় অনলাইন মেসেজিং প্ল্যাটফর্ম হল WhatsApp। সারা বিশ্ব জুড়ে WhatsApp-এর লাখ লাখ ইউজার রয়েছে। এই ইউজারদের কথা মাথায় রেখে WhatsApp লঞ্চ করে চলেছে একটার পর একটা নতুন ফিচার। ইউজারদের আরও সেরা পরিষেবা দেওয়ার জন্য WhatsApp বিভিন্ন ফিচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে।
advertisement
2/8
এর মধ্যেই জানা গিয়েছে যে, WhatsApp একটি নতুন ফিচার নিয়ে কাজ করছে যা ইউজারদের কাছের লোকেদের সঙ্গে ফাইল শেয়ার করতে সাহায্য করবে বলে জানা গিয়েছে। অ্যান্ড্রয়েডের 'নিয়ারবাই শেয়ার' কার্যকারিতার মতো, WhatsApp-এর ফাইল-শেয়ারিং বৈশিষ্ট্যের জন্য ব্যবহারকারীদের একে অপরের কাছে শারীরিকভাবে থাকতে হবে।
advertisement
3/8
অর্থাৎ অ্যান্ড্রয়েডের 'নিয়ারবাই শেয়ার'-এর মতো WhatsApp-এও চালু করা হতে চলেছে এই নতুন ফিচার। কিন্তু, WhatsApp এখন এই নতুন ফিচার নিয়ে পরীক্ষা করছে।
advertisement
4/8
WABetaInfo-এর একটি সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, আসন্ন ফাইল-শেয়ারিং বৈশিষ্ট্যটি বর্তমানে অ্যান্ড্রয়েড ২.২৪.২.১৭-এর জন্য WhatsApp বিটাতে উপলব্ধ এবং ফাইলগুলি পাঠাতে এবং গ্রহণ করতে সক্ষম হওয়ার জন্য ব্যবহারকারীদের একটি নতুন বিভাগ ওপেন করতে হবে।
advertisement
5/8
যা দেখে মনে হচ্ছে যে ফিচারটির জন্য ব্যবহারকারীদের তাঁদের ডিভাইসগুলিকে শেয়ার করার অনুরোধ জেনারেট করতে হবে এবং ফাইলগুলি কেবলমাত্র তাঁদের যোগাযোগ তালিকায় থাকা ব্যবহারকারীদের কাছে পাঠানো যেতে পারে। WhatsApp-এর মাধ্যমে করা টেক্সট মেসেজ এবং কলের মতোই, ফাইল শেয়ারিং-এ এন্ড-টু-এন্ড এনক্রিপশন থাকবে।
advertisement
6/8
যে ফোন নম্বর ইউজারদের যোগাযোগের তালিকায় নেই, তাদের ক্ষেত্রে এই ফিচার ব্যবহার করা যাবে না। ফলে, যদি কেউ কারও সঙ্গে ফটো বা ভিডিও শেয়ার করতে না চান, এই ফিচার তার সহায়ক হবে।
advertisement
7/8
প্রতিবেদনে আরও জানানো হয়েছে যে WhatsApp-এর ফাইল-শেয়ারিং ফিচারটি বর্তমানে পরীক্ষার অধীনে রয়েছে এবং ভবিষ্যতে উপলব্ধ হতে পারে। তবে এটি এখনও স্পষ্ট নয় যে এটি অ্যাপের বর্তমান সংস্করণেই উপলব্ধ হবে কি না।
advertisement
8/8
সম্প্রতি, WhatsApp চ্যানেলগুলিতে একগুচ্ছ নতুন ফিচার প্রবর্তন করেছে যা ইউজারদের ভয়েস আপডেট পাঠাতে এবং চ্যানেলগুলির জন্য পোল তৈরি করতে দিয়ে সামগ্রিক ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করে। এটি একটি নতুন ‘calendar search’ বিকল্পে কাজ করছে যা ইউজারদের সহজেই পূর্ববর্তী বার্তাগুলি খুঁজে পেতে দেয়।