TRENDING:

WhatsApp-এর ভিডিও কল রেকর্ড করতে চাইছেন? জেনে নিন সহজ কায়দাটা

Last Updated:
কিন্তু বহু ব্যবহারকারীই জানেন না, কী ভাবে WhatsApp-এর ভিডিও কল রেকর্ডিং করতে হয়। আসলে কিন্তু বিষয়টা বেশ তেমন কঠিন নয়
advertisement
1/7
WhatsApp-এর ভিডিও কল রেকর্ড করতে চাইছেন? জেনে নিন সহজ কায়দাটা
সারা বিশ্বের সব থেকে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া মেসেজিং প্ল্যাটফর্ম হল WhatsApp। এখন আমাদের প্রায় সকলের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে WhatsApp। এর মাধ্যমে অফিসের কাজ ছাড়াও বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কাজ করা হয়। ফলে বর্তমানে প্রায় সকলেই বিভিন্ন কাজের জন্য WhatsApp-এর উপরে নির্ভর করে থাকেন। আর WhatsApp-ও ইউজারদের কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের নিত্যনতুন ফিচার লঞ্চ করে চলেছে।
advertisement
2/7
কিন্তু বহু ব্যবহারকারীই জানেন না, কী ভাবে WhatsApp-এর ভিডিও কল রেকর্ডিং করতে হয়। আসলে কিন্তু বিষয়টা বেশ তেমন কঠিন নয়। অর্থাৎ খুব সহজেই WhatsApp-এর মাধ্যমে ভিডিও কল রেকর্ডিং করা সম্ভব। এক নজরে দেখে নেওয়া যাক, WhatsApp এর ভিডিও কল রেকর্ডিং করার উপায়।
advertisement
3/7
WhatsApp এর ভিডিও কল রেকর্ডিং করার আগে যে বিষয়টি জেনে রাখা ,সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হল - অন্যের অনুমতি ছাড়া যে কোনও কল রেকর্ড করা উচিত নয়। বেশ কয়েকটি দেশে এই কাজ কিন্তু অবৈধ।
advertisement
4/7
অর্থাৎ WhatsApp-এর মাধ্যমে ভিডিও কল রেকর্ড করার আগে অন্যদের জানিয়ে দেওয়া প্রয়োজন এবং তাঁদের অনুমতি নেওয়াটাও সমান ভাবে জরুরি। অন্যের অনুমতি ছাড়া WhatsApp-এর মাধ্যমে ভিডিও কল রেকর্ডিং করলে পরে সমস্যায় পড়তে হতে পারে। তাই আগে থেকেই অনুমতি নিয়ে WhatsApp-এর মাধ্যমে ভিডিও কল রেকর্ডিং করা উচিত।
advertisement
5/7
WhatsApp-এর মাধ্যমে ভিডিও কল রেকর্ডিং করার জন্য WhatsApp-এর নিজস্ব কোনও ফিচার নেই। তাই সে-ক্ষেত্রে ভিডিও কল রেকর্ডিং করার জন্য ব্যবহারকারীকে থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করতে হবে। এর জন্য অ্যান্ড্রয়েড ইউজারদের সবার প্রথমে নিজেদের গুগল প্লে স্টোর খুলতে হবে।
advertisement
6/7
এর পর সেখান থেকে XRecorder অ্যাপ ডাউনলোড করতে হবে। অর্থাৎ সরাসরি WhatsApp-এর কোনও ফিচারের মাধ্যমে WhatsApp-এর ভিডিও কল রেকর্ডিং করা সম্ভব হবে না। এর জন্য গুগল প্লে স্টোর থেকে XRecorder অ্যাপ ডাউনলোড করে WhatsApp এর মাধ্যমে ভিডিও কল রেকর্ডিং করা যাবে।
advertisement
7/7
অ্যান্ড্রয়েড ইউজাররা গুগল প্লে স্টোর থেকে XRecorder অ্যাপ ডাউনলোড করার পর, এর মাধ্যমে খুব সহজেই WhatsApp-এর ভিডিও কল রেকর্ডিং করতে পারবেন। এর জন্য ইউজারদের ফোনের স্ক্রিনে রেকর্ডিং অপশন দেখা যাবে। সেখান থেকেই WhatsApp-এর ভিডিও কল রেকর্ডিং করা সম্ভব। অর্থাৎ যাঁরা WhatsApp-এর ভিডিও কল রেকর্ডিং করতে চাইছেন, তাঁদের শুধু XRecorder অ্যাপ ডাউনলোড করতে হবে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
WhatsApp-এর ভিডিও কল রেকর্ড করতে চাইছেন? জেনে নিন সহজ কায়দাটা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল