WhatsApp Tips And Tricks: WhatsApp-এ নাগাড়ে চ্যাট চালাচ্ছেন সঙ্গী? সহজ উপায়ে ধরে ফেলুন ওপারে কে!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
WhatsApp Tips And Tricks: এস এম এসের যুগ পেরিয়ে এসে এখন অল্প সময়ে এবং একইসঙ্গে সামান্য খরচে হোয়াটস্যাপ-এর মাধ্যমেই দূরকে করে নেওয়া যায় কাছের। চলে ইথার তরঙ্গে প্রেমালাপ থেকে গোপন কথার আদান-প্রদান।
advertisement
1/13

হোয়াটসঅ্যাপ একটি খুব জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ।হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর অভিজ্ঞতা বাড়াতে নতুন নতুন ফিচার প্রকাশ করে চলে এই প্ল্যাটফর্ম।
advertisement
2/13
আর এস এম এসের যুগ পেরিয়ে এসে এখন অল্প সময়ে এবং একইসঙ্গে সামান্য খরচে হোয়াটস্যাপ-এর মাধ্যমেই দূরকে করে নেওয়া যায় কাছের। চলে ইথার তরঙ্গে প্রেমালাপ থেকে গোপন কথার আদান-প্রদান।
advertisement
3/13
যদিও আজকাল হোয়াটসঅ্যাপ ছাড়াও ইনস্টাগ্রাম, ফেসবুক মেসেঞ্জার, টেলিগ্রাম, সিগন্যালে অনেক মানুষ ঘণ্টার পর ঘণ্টা চ্যাট করে চলেন। তবে এখনও পর্যন্ত চ্যাটের জন্য সবথেকে বেশি সংখ্যক মানুষের পছন্দ কিন্তু হোয়াটসঅ্যাপই, যেখানে ছবি, ভিডিও ও অন্যান্য জরুরি ফাইলও সহজেই পাঠাতে পারেন ইউজাররা।
advertisement
4/13
জানিয়ে রাখি এই দুর্দান্ত সোশ্যাল মিডিয়া অ্যাপের ঝুলিতে রয়েছে একাধিক আকর্ষণীয় ফিচার (Features)। আবার রয়েছে একাধিক টিপস ও ট্রিকস (Tips And Tricks), যেগুলি জেনে রাখলে ইউজারদের একাধিক ক্ষেত্রে খুব সুবিধা হতে পারে। এমনই এক ট্রিকস জানিয়ে রাখছি এই প্রতিবেদনে। এই সিক্রেট টিপস জানা থাকলে আপনাকে বোকা বানানো কিন্তু সহজ হবে না।
advertisement
5/13
সঙ্গী সমানে ব্যস্ত ফোন স্ক্রিনে। আপনিও উসখুস করছেন প্রতিদিনের এক ছবি দেখতে দেখতে। এই অবস্থায় মনে যে প্রশ্ন অনবরত ধাক্কা মারে, আসলে কার সঙ্গে চ্যাট করছেন পার্টনার? অফিসের বন্ধু, ছেলেবেলার স্কুল-গ্রূপ না বিশেষ কেউ? যদি ফোনটা কেড়ে না নেওয়া হয় বা লুকিয়ে-চুরিয়ে না দেখা যায়, তাহলে সেই ব্যক্তি যে কার সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাট করছেন এতক্ষণ ধরে, তা ধরাটা সত্যিই দুষ্কর।
advertisement
6/13
আর এস এম এসের যুগ পেরিয়ে এসে এখন অল্প সময়ে এবং একইসঙ্গে সামান্য খরচে হোয়াটস্যাপ-এর মাধ্যমেই দূরকে করে নেওয়া যায় কাছের। চলে ইথার তরঙ্গে প্রেমালাপ থেকে গোপন কথার আদান-প্রদান।
advertisement
7/13
কিন্তু এই দুনিয়ায় যে অসম্ভব বলে সত্যিই কিছু নেই। জনপ্রিয় অ্যাপ হোয়াটসঅ্যাপেই রয়েছে এমন এক সুবিধা, আর তার মাধ্যমেই আপনি সহজেই জেনে যেতে পারবেন যে, কার সঙ্গে দীর্ঘক্ষণ চ্যাটে মগ্ন আপনার সঙ্গী? কী সেই উপায়, আসুন জেনে নেওয়া যাক।
advertisement
8/13
১) আগে হোয়াটসঅ্যাপ খুলুন। উপরে ডানদিকে দেখতে পাবেন তিনটে ডট। সেখানে ট্যাপ করুন।
advertisement
9/13
২) এবার সেটিংসে ক্লিক করুন। সেখানে আপনার সামনে হাজির হবে একাধিক অপশন।
advertisement
10/13
৩) আপনাকে ‘স্টোরেজ অ্যান্ড ডেটা’ অপশনটিতে ক্লিক করতে হবে।
advertisement
11/13
৫) আপনার সামনে বিরাট লিস্ট হাজির হবে। আর সেটাই হল চ্যাট লিস্ট। যার নামটি প্রথমে দেখাবে, সেই ব্যক্তির সঙ্গেই সবথেকে বেশি চ্যাট করা হয়েছে বলে ধরে নিতে হবে। এমনকি, সেই ব্যক্তির নামের পাশে থাকবে, সামগ্রিক চ্যাটের সাইজ।
advertisement
12/13
advertisement
13/13
খেয়াল রাখতে হবে – যাই করুন না কেন, এ ভাবে কে কার সঙ্গে বেশি চ্যাট করেছে, তা বোঝার জন্য সেই নির্দিষ্ট ব্যক্তির হোয়াটসঅ্যাপ প্রোফাইলটি কিন্তু আপনার দরকার হবেই। আর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিতে গেলে আপনার দরকার হবে সেই ব্যক্তির ফোনও। তাই যে যাই বলুক না কেন, পার্টনারের ফোনের পাসওয়ার্ডটি আপনাকে জানতেই হবে। তা নাহলে কিন্তু সব জারিজুরি জলে।