WhatsApp Tips and Tricks: গোপনে আপনার WhatsApp কেউ ব্যবহার করছে না তো? ১ মিনিটে জেনে নিন, জানুন কীভাবে
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
WhatsApp Tips and Tricks: যদি মনে হয় যে অন্য কেউ আমার WhatsApp অ্যাকাউন্ট ব্যবহার করছে কি না তা পরীক্ষা করে দেখা যাক, বেশ সহজেই তা করা যেতে পারে। এক নজরে দেখে নেওয়া যাক সেই পদক্ষেপগুলি।
advertisement
1/8

আজকাল WhatsApp আমাদের জীবনের একটি বিশাল অংশ হয়ে উঠছে। আমরা এতে সব ধরনের তথ্য শেয়ার করি, তাই গোপনীয়তা সম্পর্কে সচেতন থাকা গুরুত্বপূর্ণ। হ্যাকিংয়ের ঘটনা এতটাই বৃদ্ধি পাচ্ছে যে মাঝে মাঝে ভেবে দেখা উচিত আমাদের অ্যাকাউন্টটি অন্য কারও সঙ্গে লিঙ্ক করা হয়েছে কি না এবং অন্য কেউ এটি ব্যবহার করছে কি না। এটি আমাদের গোপনীয়তাকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে এবং ব্যক্তিগত বার্তা, ছবি বা কল অন্য কারও হাতে চলে যেতে পারে।
advertisement
2/8
সুতরাং, যদি মনে হয় যে অন্য কেউ আমার WhatsApp অ্যাকাউন্ট ব্যবহার করছে কি না তা পরীক্ষা করে দেখা যাক, বেশ সহজেই তা করা যেতে পারে। এক নজরে দেখে নেওয়া যাক সেই পদক্ষেপগুলি।
advertisement
3/8
Linked Devices চেক করার উপায় -- অ্যান্ড্রয়েড / আইফোন: WhatsApp-এ যেতে হবে, সেটিংসে ক্লিক করতে হবে, তারপর লিঙ্কড ডিভাইস অপশনে যেতে হবে।- কোনও অজানা ডিভাইস বা ব্রাউজার (Chrome, Edge, Windows) লগ ইন করা আছে কি না তা দেখতে হবে। যদি তা-ই হয়, তাহলে লগ আউট করতে বা সমস্ত ডিভাইস থেকে লগ আউট করতে এটিতে ক্লিক করতে হবে।
advertisement
4/8
WhatsApp Web/desktop লগইন নোটিফিকেশন:যদি কেউ WhatsApp ওয়েবের মাধ্যমে লগ ইন করে থাকেন, তাহলে নিজেদের ফোনে একটি নোটিফিকেশন চলে আসবে।
advertisement
5/8
নিজেদের চ্যাট হিস্টরিতে অদ্ভুত কিছু খুঁজে পাওয়া:ইউজারদের কাছে পাঠানো অজানা বার্তা, নতুন বা দুর্ঘটনাক্রমে তৈরি গ্রুপ, যে বার্তাগুলি নিজে লেখা হয়নি সেগুলি সবই ইঙ্গিত দেয় যে, অন্য কেউ সেই চ্যাট অ্যাক্সেস করছে।
advertisement
6/8
‘Last seen’/ ‘Online’ যা সঠিক বলে মনে হচ্ছে না:কেউ যদি অনলাইনে না থাকেন, কিন্তু সেই অ্যাকাউন্টে সক্রিয় থাকে, তাহলে এটি নিজের WhatsApp অ্যাকাউন্ট অন্য কারও ব্যবহার করা হতে পারে।
advertisement
7/8
Account>Security - তে গিয়ে ‘Show security notifications’ এনেবল করতে হবে।" width="1200" height="900" /> Security code / encryption নোটিফিকেশন:- কেউ এনক্রিপশন কোড পরিবর্তন করলে একটি বিজ্ঞপ্তি পেতে পারেন।- তার জন্য Settings> Account>Security - তে গিয়ে ‘Show security notifications’ এনেবল করতে হবে।
advertisement
8/8
নিজেদের সন্দেহ সত্য প্রমাণিত হলে অবিলম্বে এই পদক্ষেপগুলি নিতে হবে:- সমস্ত Linked Devices থেকে লগ আউট করতে হবে।- Two-step verification (2FA) এনেবল করতে হবে।- নিজেদের ফোনের স্ক্রিন লক কোড এমন রাখতে হবে যা কেউ আঁচ করতে পারবে না।- সন্দেহজনক অ্যাপ এবং ফাইলগুলি সরাতে হবে।- WhatsApp Support-এ রিপোর্ট করতে হবে।- নিজেদের পরিচিতিদেরও বিষয়টা জানিয়ে রাখতে হবে।