WhatsApp Tips: WhatsApp-এ প্রেমিকার সাড়া নেই, ৪ গোপন পদ্ধতিতে বের করে ফেলুন আপনাকে ব্লক করেছে কি না
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
WhatsApp-এ কেউ ব্লক করলে সরাসরি কোনও অ্যালার্ট এই বিষয়ে পাঠায় না, তাই নিশ্চিতভাবে জানা কঠিন হতে পারে। তবে, কয়েকটি বিষয় ঘটনা বুঝতে সাহায্য করতে পারে।
advertisement
1/5

যুগ এখন প্রযুক্তির আর দুনিয়া এখন ডিজিটাল, আজকের এই ডিজিটাল জগতে WhatsApp আমাদের দৈনন্দিন যোগাযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এমনটা সবার সঙ্গেই হয়েছে যে হঠাৎ করে কেউ উত্তর দেওয়া বন্ধ করে দিয়েছেন বা তাঁর প্রোফাইল অদৃশ্য হয়ে গিয়েছে! এই পরিপ্রেক্ষিতে খুব স্বাভাবিক ভাবেই মনে একটা প্রশ্ন জন্ম নেয়, যা আমাদের ভাবতে বাধ্য করে ওই ব্যক্তি কি আমাদের ব্লক করে দিয়েছেন! যেহেতু WhatsApp সরাসরি কোনও অ্যালার্ট এই বিষয়ে পাঠায় না, তাই নিশ্চিতভাবে জানা কঠিন হতে পারে। তবে, কয়েকটি বিষয় ঘটনা বুঝতে সাহায্য করতে পারে।
advertisement
2/5
লাস্ট সিন বা অনলাইন স্ট্যাটাস নেই: যদি কেউ ব্লক করে থাকে, তাহলে ইউজার ওই ব্যক্তির লাস্ট সিন বা অনলাইন স্ট্যাটাস দেখতে পারবেন না। তিনি যতবার চেক করুন না কেন, যদি এটি অদৃশ্য থাকে, তবে তা ব্লক করে দেওয়ার একটি লক্ষণ হতে পারে। তবে মনে রাখতে হবে যে, ওই ব্যক্তি প্রাইভেসি সেটিংসে তাঁর লাস্ট সিন লুকিয়ে রাখতে পারেন, তাই এটি কেবল একটি প্রাথমিক সূত্র বলা যায়, পুরো নিশ্চিন্ত হওয়া যাবে না।
advertisement
3/5
প্রোফাইলের ছবি অদৃশ্য হওয়া বা অপরিবর্তিত থাকা: ব্লক করা হলে ইউজার সেই ব্যক্তির প্রোফাইল ছবির পরিবর্তে কেবল একটি ফাঁকা ধূসর আইকন দেখতে পাবেন। এমনকি যদি ওই ব্যক্তি তাঁর ডিসপ্লের ছবি আপডেটও করেন, তবুও তা দেখতে পাওয়া যাবে না। যদি ডিপি হঠাৎ অদৃশ্য হয়ে যায়, তবে এটি আরেকটি শক্তিশালী বিষয় হতে পারে, এক্ষেত্রে ব্লক যে করে দেওয়া হয়েছে, সেই সন্দেহ আরেকটু পোক্ত হবে।
advertisement
4/5
WhatsApp কল কানেক্ট না হওয়া: এটা বেশ গুরুতর এক সঙ্কেত! যদি WhatsApp কল রিং না করে এবং সংযোগ বিচ্ছিন্ন করার আগে কেবলই কলিং দেখায়, তাহলে তা নম্বর ব্লক করে দেওয়া হয়েছে তা নির্দেশ করতে পারে, বিশেষ করে যদি ব্যক্তিটিকে অনলাইনে অ্যাকটিভ দেখায় অথচ কল কানেক্ট না হয়। তবে এটাও মনে রাখতে হবে যে দুর্বল ইন্টারনেট কানেকশনও একই ধরনের সমস্যার কারণ হতে পারে।
advertisement
5/5
শুধুমাত্র একটি টিক দেখানো মেসেজ: এটি সবচেয়ে স্পষ্ট লক্ষণগুলোর মধ্যে একটি। সাধারণত, একটি টিক মানে বার্তাটি পাঠানো হয়েছে, দুটি ধূসর টিক মানে তা ডিস্ট্রিবিউট করা হয়েছে এবং দুটি নীল টিক মানে তা পড়া হয়েছে। এবার যদি ব্লক করে দেওয়া হয়, তাহলে দ্বিতীয় টিকটি কখনই প্রদর্শিত হবে না, কারণ বার্তাটি তো ওই ব্যক্তির ডিভাইসে পৌঁছাবেই না!