TRENDING:

ফোনের স্টোরেজ সমস্যার সমাধান করতে WhatsApp-এ এল নতুন ফিচার

Last Updated:
জেনে নিন কীভাবে কাজ করবে এই ফিচার
advertisement
1/5
ফোনের স্টোরেজ সমস্যার সমাধান করতে WhatsApp-এ এল নতুন ফিচার
হোয়াটসঅ্যাপ (WhatsApp) ছাড়া বর্তমান প্রজন্মের জীবন যেন অচল। নিজের জনপ্রিয়তা বজায় রাখতে নিত্য নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। ফের একবার ব্যবহারকারীদের জন্য নতুন একটু টুল নিয়ে জাজির হয়েছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপে যোগ হল স্টোরেজ ম্যানেজমেন্ট টুল। ট্যুইট করে এই ফিচারটির আনুষ্ঠানিক ঘোষণা করেছে কোম্পানি নিজেই।
advertisement
2/5
এই স্টোরেজ ম্যানেজমেন্ট টুলের সাহায্যে খুব সহজেই এবার ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের জাঙ্ক ফাইলগুলি দেখতে পাবেন আর ডিলিটও করতে পারবেন। কিছু মাস আগেই WABetaInfo এই নতুন ফিচারটির সম্পর্কে জানিয়ে ছিল। সম্প্রতি হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ইউজাররা এই ফিচারটি ব্যবহার করার সুযোগ পেয়েছিলেন।
advertisement
3/5
এবার সমস্ত ইউজারদের জন্য উপলব্ধ হতে চলেছে এই স্টোরেজ ম্যানেজমেন্ট টুল। এই নতুন অপশনটি WhatsApp এর সেটিংসের ‘Storage and data’ সেকশনের ‘Manage storage’ ট্যাব থেকে অ্যাক্সেস করা যাবে। এই ট্যাব খুললেই স্ক্রিনের ওপরের দিকে ফোনের সাধারণ মেমরি স্টোরেজের মত একটি নতুন স্টোরেজ বার দেখতে পাবেন। সেখানে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন ও অন্যান্য আইটেম কতটা মেমরি ব্যবহার করছে দেখতে পাবেন আর সেই সঙ্গে এটাও জানতে পারবেন যে কতটা স্টোরেজ ফাঁকা আছে।
advertisement
4/5
শুধু এটাই নয়, আপনার ফোনের স্টোরেজ ভর্তি হয়ে গেলে একটি ওয়ার্নিং নোটিফিকেশনও দেবে এই ফিচার। এই ফিচারটির সাহায্যে ব্যবহারকারীরা এক জায়গাতেই সব ফাইল আর সেই গুলির সাইজেও জানতে পারবেন। আবার ফাইলগুলি ডিলিট করার আগে চাইলে একবার প্রিভিউ করেও দেখতে পারবেন।
advertisement
5/5
এতে forwaded আর Large files দেখতে পাবেন। ৫ এমবি-র থেকে বড় সাইজের ফাইলগুলি আলাদাভাবে দেখা যাবে। এর শেষ সেকশনে চ্যাটের তালিকা রয়েছে। এখান থেকে যে কোনও একটি চ্যাট সহজেই খুঁজে নেওয়া যাবে। প্রতিটি চ্যাট কতটা জায়গা জুড়ে আছে তাও দেখা যাবে। আর এই ট্যাবে ক্লিক করলেই ব্যবারহকারীরা টেক্সট মেসেজ, ফটো, জিআইএফ, ভিডিও ইত্যাদি সহজেই দেখতে পাবেন আর ডিলিটও করতে পারবেন।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
ফোনের স্টোরেজ সমস্যার সমাধান করতে WhatsApp-এ এল নতুন ফিচার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল