TRENDING:

WhatsApp: অপেক্ষার দিন শেষ! প্রেমিকার বিশেষ মেসেজও রাখা যাবে WhatsApp-র চ্যাটবক্সের উপরে

Last Updated:
WhatsApp: বিশেষ বিশেষ চ্যাট এবার আপনি চাইলে পিন করে রাখতে পারবেন। সেই ফিচার অনেকদিন ধরে গ্রাহকরা চাইছিলেন
advertisement
1/9
অপেক্ষার দিন শেষ! প্রেমিকার বিশেষ মেসেজও রাখা যাবে WhatsApp-র চ্যাটবক্সের উপরে
সুখবর দিল হোয়াটসঅ্যাপ। বিশেষ বিশেষ চ্যাট এবার আপনি চাইলে পিন করে রাখতে পারবেন। সেই ফিচার অনেকদিন ধরে গ্রাহকরা চাইছিলেন। এবার হোয়াটসঅ্যাপ তা নিয়ে আসছে।
advertisement
2/9
রিপোর্ট অনুযায়ী, সর্বশেষ অ্যান্ড্রয়েড হোয়াটসঅ্যাপ বিটা (সংস্করণ ২.২৩.২১.৪) এখন গুগল প্লে স্টোরে ডাউনলোডের জন্য উপলব্ধ রয়েছে।
advertisement
3/9
WABetaInfo অনুসারে, এই আপডেট এখনও সবার জন্য দেওয়া হয়নি। একমাত্র নির্বাচিত কিছু বিটা ব্যবহারকারীদের জন্য এই আপডেট দেওয়া হয়েছে।
advertisement
4/9
এই আপডেটের মাধ্যমে বিটা ব্যবহারকারীদের নতুন ফিচার ব্যবহার করে পারবেন। আপডেটটি ইনস্টল করার পরে ব্যবহারকারীরা নির্দিষ্ট কিছু মেসেজের জন্য পিন অ্যাকশন ফিচার দেখতে পাবেন।
advertisement
5/9
এটির মাধ্যমে ব্যবহারকারীরা চ্যাটবক্সের একদম উপরে মেসেজটি পিন করতে পারবেন। এর ফলে ব্যবহারকারীরা ঘন ঘন ব্যবহৃত মেসেজগুলির দ্রুত অ্যাক্সেস করতে সক্ষম হবেন।
advertisement
6/9
এই ফিচারটি এখন পরীক্ষার পর্যায়ে রয়েছে এবং শুধুমাত্র বিটা ব্যবহারকারীদের জন্য দেওয়া রয়েছে। এমন পরিস্থিতিতে এই ফিচারটি কবে প্রকাশ্যে আসবে না নিয়ে আপাতত কিছুই বলা হয়নি।
advertisement
7/9
প্রতিবেদনে বলা হয়েছে, ব্যবহারকারীরা পিন করা মেসেজগুলি জন্য কিছু অংশ নিয়ন্ত্রণের জন্য অপশন পাবেন।
advertisement
8/9
পিন করা মেসেজগুলি আপনি কতক্ষণের জন্য রাখতে চান, তার অপশন পাবেন। ব্যবহারকারীরা ২৪ ঘন্টা, ৭ দিন বা ৩০ দিনের অপশনগুলি বাছাই করতে পারবেন।
advertisement
9/9
আবার কেউ এর মধ্যে চাইলে পিন করা মেসেজটি সরিয়েও দিতে পারেন। আপাতত এই ফিটার বিটা ব্যবহারকারীদের উদ্দেশ্যে দেওয়া হয়েছে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
WhatsApp: অপেক্ষার দিন শেষ! প্রেমিকার বিশেষ মেসেজও রাখা যাবে WhatsApp-র চ্যাটবক্সের উপরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল