TRENDING:

WhatsApp New Feature: হ্যাকারদের যম WhatsApp-এর এই নতুন ফিচার, ব্যর্থ হবে প্রতারণার সমস্ত ফাঁদই; দেখে নিন বিশদে

Last Updated:
WhatsApp New Feature: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের স্ক্যাম ও জালিয়াতি থেকে বাঁচাতে নতুন কিছু নিরাপত্তা ফিচার নিয়ে আসছে। অজানা গ্রুপ ও চ্যাটের জন্য নতুন অ্যালার্ট সম্পর্কে জানুন এবং কীভাবে সুরক্ষিত থাকবেন, তা বিস্তারিত দেখুন।
advertisement
1/6
হ্যাকারদের যম WhatsApp-এর এই নতুন ফিচার, ব্যর্থ হবে প্রতারণার সমস্ত ফাঁদই; দেখে নিন বিশদে
বিশ্বের সবথেকে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ WhatsApp সব সময় নতুন নতুন ফিচার আনার জন্য কাজ করে থাকে। এবার এই অ্যাপে স্ক্যামারদের জারিজুরি খর্ব করার জন্য আসছে নতুন কিছু সেফটি ফিচার। সংস্থার তরফে জানানো হয়েছে যে, তারা ৬.৮ মিলিয়নেরও বেশি ভুয়ো এবং স্ক্যাম-সংক্রান্ত অ্যাকাউন্ট রিমুভ করে দিয়েছে। এর পাশাপাশি অ্যাপে এমন কিছু ফিচার আনা হয়েছে, যা প্রতারণার হাত থেকে বাঁচাবে ব্যবহারকারীদের।
advertisement
2/6
WABetaInfo-য় পাওয়া তথ্য থেকে জানা যাচ্ছে যে, যদি ব্যবহারকারীকে কোনও অজানা-অচেনা গ্রুপে অ্যাড করা হয়, আর এটি এমন কেউ ক্রিয়েট করে থাকেন, যিনি ব্যবহারকারীর কন্ট্যাক্টে নেই, তাহলে সেক্ষেত্রে WhatsApp কিন্তু ব্যবহারকারীকে একটি সেফটি ওভারভিউ প্রদর্শন করবে।
advertisement
3/6
সেক্ষেত্রে স্ক্রিনে ব্যবহারকারী সেই তথ্য পাবেন যে, তাঁকে কে অ্যাড করেছেন গ্রুপে। আর সে ব্যবহারকারীর কন্ট্যাক্টসে থাকুন বা না-ই থাকুন। এমনকী গ্রুপের অন্যরা ব্যবহারকারীর ফোনবুকে আছে কি না, সেই তথ্য দিয়ে দেবে। যদি ব্যবহারকারী ওই গ্রুপে থাকতে না চান, তাহলে সংশ্লিষ্ট গ্রুপের সমস্ত নোটিফিকেশন মিউট করে দেওয়া হবে। এটি স্প্যাম এবং ফিশিং অ্যাটাকের ক্ষেত্রে সুরক্ষা প্রদান করবে।
advertisement
4/6
ইন্ডিভিজুয়াল চ্যাটের ক্ষেত্রে নিরাপত্তা: WhatsApp আরও লক্ষ্য করেছে যে, স্ক্যামাররা প্রথমে অন্য কোনও সোশ্যাল মিডিয়া অথবা প্ল্যাটফর্ম থেকে প্রথমে ব্যবহারকারীদের সঙ্গে যোগাযোগ করে। তারপর সেই ব্যবহারকারীদের WhatsApp-এ নিয়ে আসে স্ক্যামাররা। তারপরেই রীতিমতো ফাঁদ পেতে শিকার করে তারা। এই প্রবণতা বন্ধ করার জন্য WhatsApp বর্তমানে নতুন অ্যালার্ট টেস্ট করছে। যা পপ-আপ হয়ে আসবে।
advertisement
5/6
আসলে যখন ব্যবহারকারী অন্য কোনও ব্যবহারকারী বা কন্ট্যাক্ট লিস্টে না থাকা ব্যবহারকারীর সঙ্গে চ্যাট করতে শুরু করতে চাইবেন, তখনই পপ-আপ হিসেবে নতুন অ্যালার্ট আসবে।আর এই অ্যালার্টটি ব্যবহারকারীকে ওই ব্যক্তির বিষয়ে আরও তথ্য প্রদান করবে। ব্যবহারকারী চ্যাট করতে চান কি না, সেটা বিবেচনা করার জন্য সুযোগ প্রদান করবে।
advertisement
6/6
WhatsApp-এর কঠোর নিয়মের প্রভাব: ৬.৮ মিলিয়ন অ্যাকাউন্টের জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এটা বলা ভুল হবে না যে, এই সমস্যাকে গুরুত্ব সহকারে নিয়েছে WhatsApp। সংশ্লিষ্ট প্ল্যাটফর্মটি এটি স্পষ্ট করে দিয়েছে যে, এন্ড-টু-এন্ড এনক্রিপশন এবং প্রিভেসি প্রাথমিক বিষয় হিসেবেই থাকবে। কিন্তু প্রয়োজনীয় পদক্ষেপ ব্যবহারকারীদের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
WhatsApp New Feature: হ্যাকারদের যম WhatsApp-এর এই নতুন ফিচার, ব্যর্থ হবে প্রতারণার সমস্ত ফাঁদই; দেখে নিন বিশদে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল