TRENDING:

WhatsApp না খুলেও এবার থেকে কল রিসিভ করা যাবে, আসছে নয়া ফিচার, জানুন বিশদে

Last Updated:
WhatsApp: WhatsApp অডিও কল বার: এটা কী?
advertisement
1/7
WhatsApp না খুলেও এবার থেকে কল রিসিভ করা যাবে, আসছে নয়া ফিচার
advertisement
2/7
লক্ষ লক্ষ মানুষ WhatsApp-এর অডিও এবং ভিডিও কল ব্যবহার করেন। WhatsApp সম্প্রতি একটি নতুন ফিচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে, এই জনপ্রিয় মেসেজিং অ্যাপটি অবশেষে আরও একটি নতুন অডিও কলের ফিচার অফার করতে চলেছে, যা কোনও ব্যক্তি কল করলে অ্যাপ না খুলে ফোন রিসিভ করার এবং কাট করার সুযোগ দেবে।
advertisement
3/7
WhatsApp অডিও কল বার: এটা কী?এই ফিচারটি ইতিমধ্যেই অ্যান্ড্রয়েডে কিছু WhatsApp বিটা ব্যবহারকারীরা ব্যবহার করছেন। Wabetainfo-এর মতে, এই বারটিকে WhatsApp-এ কলিং ইন্টারফেসের একটি মিনি-স্ক্রিন ভার্সন বলা যেতে পারে।
advertisement
4/7
নতুন অডিও কল বার ব্যবহার করে, আমরা মেসেজিং অ্যাপের মূল কল ইন্টারফেসে না গিয়েও কল রিসিভ করতে, কাট করতে পারব। এর অর্থ হল এবার থেকে আরও সহজে কল রিসিভ বা কাট করা যেতে পারে।
advertisement
5/7
কারা কারা এই ফিচার ব্যবহার করতে পারেনএই ফিচারটি আপাতত অ্যান্ড্রয়েডে সীমিত গ্রাহক বা পরীক্ষকদের জন্যই উপলব্ধ। এই টুলটি আরও ভাল ভাবে পরীক্ষা-নিরীক্ষা করার পর এবং বাগ-মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই অ্যান্ড্রয়েডের গ্রাহকরাও এই ফিচারটি শীঘ্রই পাওয়ার আশা করতে পারেন। তবে WhatsApp এখনও পর্যন্ত এর জন্য কোনও টাইমলাইন শেয়ার করেনি।
advertisement
6/7
WhatsApp বিটা ভার্সনে এই ফিচার ছাড়া আরও নানা ফিচার নিয়ে কাজ করছে। এই জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মটি একটি ক্লাউড স্টোরেজ ব্যাকআপ ফিচার দেওয়ার চেষ্টাও করছে যা স্বাভাবিক ভাবেই হাই মেমোরি সেভ করতে সক্ষম হবে।
advertisement
7/7
যেহেতু চ্যাটগুলি ফোনে অনেক জায়গা নেয়, তাই WhatsApp স্টোরেজের সমস্যা মেটাতে এই ব্যবস্থা নিয়েছে। তবে সেটি আদতে কতটা সাহায্য করতে পারবে ভবিষ্যতে তা আলোচনার বিষয়। যদিও WhatsApp বিজনেস ব্যবহারকারীরা বিশেষ করে এই নতুন ফিচার থেকে খুব উপকৃত হবেন বলেই আশা করা হচ্ছে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
WhatsApp না খুলেও এবার থেকে কল রিসিভ করা যাবে, আসছে নয়া ফিচার, জানুন বিশদে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল