WhatsApp News Feature: এবার থেকে আর থাকবে না লম্বা মেসেজ পড়ার ঝঞ্ঝাট, এক দুর্দান্ত ফিচার আনতে চলেছে WhatsApp
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
WhatsApp News Feature: দীর্ঘ বা লম্বা মেসেজ পড়ে আর সময় নষ্ট হবে না তাঁদের। এর পরিবর্তে বরং তাঁরা Summary ফিচারের মাধ্যমে দীর্ঘ মেসেজটিতে কী বলতে চাওয়া হয়েছে, তার সারসংক্ষেপ বুঝে যাবেন।
advertisement
1/5

বিশ্বের সর্ববৃহৎ ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হল WhatsApp। সারা বিশ্ব জুড়ে এই অ্যাপের ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৩.৫ বিলিয়ন। আসলে এর ইউজার-ফ্রেন্ডলি ইন্টারফেস এই অ্যাপকে বিপুল জনপ্রিয়তা প্রদান করেছে। আর ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করার জন্য হামেশাই নিত্যনতুন ফিচার এবং আপডেট চালু করতে থাকে WhatsApp।
advertisement
2/5
বর্তমানে লক্ষ লক্ষ ব্যবহারকারীর কথা মাথায় রেখে সংস্থাটি নয়া এক ফিচার চালু করতে চলেছে। চলতি বছরের প্রথম চার মাসের মধ্যেই একাধিক গুরুত্বপূর্ণ ফিচার এনেছে তারা। বর্তমানে তারা নতুন নতুন উদ্ভাবন করছে। বর্তমানে সংস্থাটি যে ফিচার নিয়ে কাজ করছে, সেটি হল একটি দুর্দান্ত ফিচার। মূলত চ্যাট ইনবক্স এবং গ্রুপে আসা লম্বা মেসেজকে সংক্ষেপে ব্যবহারকারীদের সামনে তুলে ধরবে। এই ফিচারের বিষয়ে বিশদে জেনে নেওয়া যাক।
advertisement
3/5
একটি নতুন ফিচার রোলআউট করছে WhatsApp। WAbetainfo-র তরফে জানানো হয়েছে যে, বর্তমানে একটি মেসেজ সামারি ফিচার নিয়ে কাজ করছে সংস্থাটি। Android 2.25.15.12 আপডেটের জন্য WhatsApp বিটা ভার্সনে দেখা গিয়েছে এই ফিচারটি। আর এটি চলে এলে তা প্রাইভেট চ্যাট, গ্রুপ চ্যাট এবং চ্যানেলে থাকা মেসেজের সারসংক্ষেপ তুলে ধরবে ব্যবহারকারীদের কাছে। এর পাশাপাশি ব্যবহারকারীদের প্রিভেসি বা গোপনীয়তাও নিশ্চিত করবে সংশ্লিষ্ট ফিচারটি।
advertisement
4/5
WhatsApp যে উপরোক্ত নতুন ফিচারটি আনতে চলেছে, তা ব্যবহারকারীদের যে দারুণ স্বস্তি দেবে, এটা বলাই বাহুল্য! দীর্ঘ বা লম্বা মেসেজ পড়ে আর সময় নষ্ট হবে না তাঁদের। এর পরিবর্তে বরং তাঁরা Summary ফিচারের মাধ্যমে দীর্ঘ মেসেজটিতে কী বলতে চাওয়া হয়েছে, তার সারসংক্ষেপ বুঝে যাবেন। ধরা যাক, যদি প্রচুর মেসেজ আসে, তাহলে Meta AI-এর ইন্টিগ্রেটেড ফিচার নতুন মেসেজগুলিকে ছোট ছোট হাইলাইটে পরিণত করতে পারবেন। একটাই মাত্র বাটন প্রেস করলেই এটির অ্যাক্সেস পাওয়া সম্ভব।
advertisement
5/5
এর পাশাপাশি, সম্প্রতি চ্যাট প্রিভেসি সংক্রান্ত বিষয়ে ব্যবহারকারীদের এক বড়সড় টেনশন থেকে মুক্তি দিয়েছে WhatsApp। এই প্ল্যাটফর্ম একটি ফিচার চালু করেছে, যার মাধ্যমে চ্যাট ডাউনলোড অথবা এক্সপোর্ট হওয়া থেকে বাধাপ্রাপ্ত হবে। যদি ব্যবহারকারীদের মনে হয় যে, কেউ তাঁর ব্যক্তিগত কথাবার্তাকে কাজে লাগাতে পারেন, তাহলে তিনি নতুন Advanced Chat Privacy ফিচারটি ব্যবহার করতে পারেন। এবার থেকে এই ফিচারের মাধ্যমে নিজেদের চ্যাট ডাউনলোড এবং এক্সপোর্টের অনুমতি কিংবা বাধা দেওয়ার ক্ষমতা মেসেজ প্রেরকের হাতেই থাকবে।