TRENDING:

WhatsApp-এ বিরক্তিকর অ্যালার্ট বন্ধ! এবার আসছে গ্রুপ চ্যাট নোটিফিকেশন মিউটের সুবিধা

Last Updated:
WhatsApp-এ এখন গ্রুপ চ্যাটের '@everyone' ট্যাগ মিউট করা যাবে। সেই সঙ্গে অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মে সরাসরি মেসেজ অনুবাদের সুবিধা চালু হয়েছে
advertisement
1/9
WhatsApp-এ বিরক্তিকর অ্যালার্ট বন্ধ! এবার আসছে গ্রুপ চ্যাট নোটিফিকেশন মিউটের সুবিধা
WhatsApp দিন দিন তাদের প্ল্যাটফর্মে এমন আপডেট আনছে, যা ইউজারদের কনটেন্ট এবং নিজেদের উপস্থিতি গোপন রাখার দিকে বেশি জোর দিচ্ছে। মেসেজিং অ্যাপটি এবার গ্রুপ চ্যাটের অ্যালার্ট মিউট করার উপায়ও হাতে তুলে দিচ্ছে ইউজারদের।
advertisement
2/9
WhatsApp শীঘ্রই ইউজারদের সকল ধরনের গ্রুপ চ্যাটের নোটিফিকেশন মিউট করার সুযোগ দেবে, যেগুলোতে সকলের নাম উল্লেখ করা হয়। চ্যাট অ্যালার্ট গুরুত্বপূর্ণ, কিন্তু সর্বদা এলে তা বিরক্তিরই কারণ হয়ে ওঠে, ঠিক সেই কারণেই এবার ইউজারের পছন্দের উপরে ভিত্তি করে তা কাস্টমাইজ করা হচ্ছে।
advertisement
3/9
WaBetaInfo সর্বশেষ অ্যান্ড্রয়েড বিটা ২.২৫.২৭.১ সংস্করণে এই সপ্তাহেই এই ফিচার দেখেছে। টিপস্টারের মতে, বিটা টেস্টিং এখন একটি নির্বাচিত গ্রুপের সঙ্গেই শুধু করা হচ্ছে, পরে সবার জন্য রোল আউট হবে।
advertisement
4/9
একটি ক্লিপ শেয়ার করা হয়েছে, যেখানে ইউজাররা WhatsApp-এ গ্রুপে @everyone অপশনে মিউট এনেবল করতে পারবেন। এর মানে হল চ্যাটে টেক্সট নিজের মতো আসতে থাকবে, শুধু WhatsApp ইউজারদের অবহিত করবে না। WhatsApp গ্রুপ নোটিফিকেশনগুলিতে রেগুলার মিউট ফিচারের নীচেই নতুন মিউট অপশন থাকবে, যা শীঘ্রই নতুন বিটা ভার্সনে এসে যাবে।
advertisement
5/9
পাশাপাশি, মঙ্গলবার থেকে WhatsApp অ্যান্ড্রয়েড এবং আইওএস প্ল্যাটফর্মে মেসেজ ট্রান্সলেশন ফিচারটি চালু করতে শুরু করেছে। নতুন আপডেটের মাধ্যমে ইউজাররা সরাসরি অ্যাপে চ্যাট অনুবাদ করে নিতে পারবেন, কথোপকথনে ভাষাগত ব্যবধান কমিয়ে আনবে এই ফিচার।
advertisement
6/9
মেটা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই প্রসঙ্গে বলেছে যে, "১৮০টিরও বেশি দেশের ৩ বিলিয়নেরও বেশি মানুষ WhatsApp ব্যবহার করে এবং আমরা আমাদের ইউজারদের বিশ্বের যেখানেই থাকুন না কেন, তাঁদের সঙ্গে ঘনিষ্ঠভাবে সংযুক্ত রাখার জন্য সর্বদা কাজ করে যাচ্ছি। এই কারণেই আমরা WhatsApp-এ মেসেজ ট্রান্সলেশন আনতে পেরে উত্তেজিত, যাতে আপনি আরও সহজেই বিভিন্ন ভাষায় যোগাযোগ করতে পারেন।"
advertisement
7/9
দেখে নেওয়া যাক আপডেটটি কী এবং এটি ইউজারদের কীভাবে সাহায্য করবে
advertisement
8/9
প্রথমে কোনও টেক্সট মেসেজ এল! এবার  WhatsApp ইউজাররা সেই মেসেজ একটুক্ষণ চেপে ধরে থাকলে ট্রান্সলেশন অপশন পাবেন, সেই অপশন ট্যাপ করে অন্য ভাষায় একটি বার্তা অনুবাদ করতে পারবেন। ইউজাররা তাঁদের পছন্দ অনুযায়ী অনুবাদের ভাষা বেছে নিতে পারবেন এবং ভবিষ্যতেও ব্যবহার করার জন্য এটি ডাউনলোডও করতে পারবেন।
advertisement
9/9
মেটা আরও বলছে, অ্যান্ড্রয়েড ইউজাররা সম্পূর্ণ চ্যাট থ্রেডের জন্য স্বয়ংক্রিয় অনুবাদ চালু করতে পারবেন, যাতে ভবিষ্যতের চ্যাটে আসা সমস্ত বার্তাও আপনাআপনি অনুবাদ হয়ে যায়।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
WhatsApp-এ বিরক্তিকর অ্যালার্ট বন্ধ! এবার আসছে গ্রুপ চ্যাট নোটিফিকেশন মিউটের সুবিধা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল