WhatsApp-এ মেসেজ পড়ুন নিজের ভাষায়, এবার এক ট্যাপেই চ্যাট অনুবাদ করুন, জানুন কীভাবে
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
WhatsApp-এ রিয়েল টাইম মেসেজ ট্রান্সলেশন ফিচারটি চালু হয়েছে। এখন মেসেজ চেপে ধরে রাখলেই অনুবাদ অপশন পাওয়া যাবে, যা ১৮০টিরও বেশি দেশের ব্যবহারকারীদের জন্য যোগাযোগ সহজ করবে।
advertisement
1/11

সারা পৃথিবী জুড়ে এত এত ইউজার, তাদের সুবিধার জন্য সংস্থা সব সময়েই কোনও না কোনও আপডেট নিয়ে কাজ করে চলে। পারলে WhatsApp প্রত্যেক দিনই ইউজারদের একটা করে নতুন ফিচার উপহার দেয়! এবার যেমন এল রিয়েল টাইম মেসেজ ট্রান্সলেশন।
advertisement
2/11
এমনিতে ব্যাপারটা বুঝে নিতে অসুবিধা নেই- যে টেক্সট আসবে, সেটার অনুবাদ করে দেবে সংস্থা প্রাপকের নিজের ভাষায়। কথা হল, প্রাপক যাঁর কাছ থেকে টেক্সট পাবেন, তিনি নিজেদের ভাষাতেই তো টেক্সট পাঠাবেন। ফলে, অনুবাদের প্রয়োজন হবে কেন?
advertisement
3/11
উত্তর ব্যক্তিগত স্তরে সীমাবদ্ধ করে রাখলে চলবে না। এমন অনেক টেক্সট আসতেই পারে, বিমা সংস্থা থেকে, ব্যাঙ্ক থেকে, বিদেশি ক্লায়েন্টের কাছ থেকে, যা ইউজার না-ই বুঝতে পারেন এবং তখন তা অনুবাদের প্রয়োজনও পড়বে।
advertisement
4/11
মঙ্গলবার থেকে WhatsApp তাই অ্যান্ড্রয়েড এবং আইওএস প্ল্যাটফর্মে মেসেজ ট্রান্সলেশন ফিচারটি চালু করতে শুরু করেছে। নতুন আপডেটের মাধ্যমে ইউজাররা সরাসরি অ্যাপে চ্যাট অনুবাদ করে নিতে পারবেন, কথোপকথনে ভাষাগত ব্যবধান কমিয়ে আনবে এই ফিচার।
advertisement
5/11
মেটা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই প্রসঙ্গে বলেছে যে, "১৮০টিরও বেশি দেশের ৩ বিলিয়নেরও বেশি মানুষ WhatsApp ব্যবহার করে এবং আমরা আমাদের ইউজারদের বিশ্বের যেখানেই থাকুন না কেন, তাঁদের সঙ্গে ঘনিষ্ঠভাবে সংযুক্ত রাখার জন্য সর্বদা কাজ করে যাচ্ছি। এই কারণেই আমরা WhatsApp-এ মেসেজ ট্রান্সলেশন আনতে পেরে উত্তেজিত, যাতে আপনি আরও সহজেই বিভিন্ন ভাষায় যোগাযোগ করতে পারেন।"
advertisement
6/11
দেখে নেওয়া যাক আপডেটটি কী এবং এটি ইউজারদের কীভাবে সাহায্য করবে।
advertisement
7/11
প্রথমে কোনও টেক্সট মেসেজ এল! এবার WhatsApp ইউজাররা সেই মেসেজ একটুক্ষণ চেপে ধরে থাকলে ট্রান্সলেশন অপশন পাবেন, সেই অপশন ট্যাপ করে অন্য ভাষায় একটি বার্তা অনুবাদ করতে পারবেন। ইউজাররা তাঁদের পছন্দ অনুযায়ী অনুবাদের ভাষা বেছে নিতে পারবেন এবং ভবিষ্যতেও ব্যবহার করার জন্য এটি ডাউনলোডও করতে পারবেন।
advertisement
8/11
মেটা আরও বলছে, অ্যান্ড্রয়েড ইউজাররা সম্পূর্ণ চ্যাট থ্রেডের জন্য স্বয়ংক্রিয় অনুবাদ চালু করতে পারবেন, যাতে ভবিষ্যতের চ্যাটে আসা সমস্ত বার্তাও আপনাআপনি অনুবাদ হয়ে যায়।
advertisement
9/11
প্রাইভেসি এখানেও বজায় থাকবে ষোল আনা। WhatsApp-র মেসেজ ট্রান্সলেশন ফিচারটি ইউজারের ডিভাইসে স্থানীয়ভাবে বার্তাগুলো প্রসেস করবে, যা এন্ড-টু-এন্ড সিকিউরিটি এবং প্রাইভেসি নিশ্চিত করবে
advertisement
10/11
এই ফিচার ২৩ সেপ্টেম্বর, ২০২৫ থেকে অ্যান্ড্রয়েড এবং আইফোন ইউজারদের জন্য নির্বাচিত কিছু ভাষায় উপলব্ধ হবে, ধীরে ধীরে আরও কিছু ভাষা চালু হবে।
advertisement
11/11
আপাতত অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য অনুবাদ প্রাথমিকভাবে ছয়টি ভাষায় উপলব্ধ হবে- ইংরেজি, স্প্যানিশ, হিন্দি, পর্তুগিজ, রাশিয়ান এবং আরবি। অন্য দিকে, আইফোন ইউজাররা ১৯টিরও বেশি ভাষায় বার্তা অনুবাদের সুবিধা পাবেন।