WhatsApp Multi-Account: আর দুটো ফোনের প্রয়োজন নেই! এবার এক ডিভাইসে সহজেই ব্যবহার করুন দুটি WhatsApp অ্যাকাউন্ট
- Reported by:Trending Desk
- Published by:Ananya Chakraborty
Last Updated:
WhatsApp Multi-Account: WhatsApp অবশেষে মাল্টি-অ্যাকাউন্ট সাপোর্ট ফিচার পরীক্ষা শুরু করেছে। এখন এক ফোনেই দুটি নম্বর ব্যবহার করা যাবে।
advertisement
1/6

প্রযুক্তি যত বেড়েছে, মানুষের ততই বেড়ে চলেছে অ্যাকাউন্ট। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটা করে অ্যাকাউন্ট, এমনকি একই প্ল্যাটফর্মে দুটো অ্যাকাউন্টও থাকে। থাকে একাধিক ফোন নম্বর এবং একাধিক ফোনও। সেই সূত্র ধরেই একেকটা ফোনে একেকটা নম্বরের সঙ্গে থাকে আলাদা আলাদা WhatsApp অ্যাকাউন্টও। তবে, এবার একই ফোনে একাধিক WhatsApp অ্যাকাউন্ট রাখা যাবে।
advertisement
2/6
WhatsApp অবশেষে iOS ব্যবহারকারীদের জন্য তার দীর্ঘ প্রতীক্ষিত মাল্টি-অ্যাকাউন্ট সাপোর্ট ফিচার পরীক্ষা শুরু করেছে। যাঁরা একই ডিভাইসে দুটি WhatsApp নম্বর ব্যবহার করতে চান তাঁদের জন্য এই নতুন ফিচারটি খুবই কার্যকর। এখন, ব্যবহারকারীরা লগ আউট না করে বা অ্যাপটি পুনরায় চালু না করেই সেটিংস থেকে সরাসরি তাঁদের অ্যাকাউন্টগুলির মধ্যে স্যুইচ করতে পারবেন।
advertisement
3/6
iOS ২৫.৩৪.১০.৭২-এর সর্বশেষ বিটা সংস্করণে টেস্টাররা একটি নতুন অ্যাকাউন্ট তালিকা বিভাগ দেখতে পাচ্ছেন। এখানেই ব্যবহারকারীরা তাঁদের দ্বিতীয় WhatsApp অ্যাকাউন্ট যুক্ত করতে পারবেন। আশ্চর্যজনকভাবে, ব্যবহারকারীদের দুটি নম্বর পরিচালনা করার জন্য আর দ্বিতীয় ফোন বা WhatsApp বিজনেস অ্যাপের প্রয়োজন নেই। WhatsApp বর্তমানে একটি ডিভাইসে দুটি অ্যাকাউন্ট যুক্ত করার অনুমতি দেয়। নতুন অ্যাকাউন্ট কীভাবে যুক্ত করা যাবে-
advertisement
4/6
WhatsApp দ্বিতীয় অ্যাকাউন্ট যুক্ত করার তিনটি উপায় অফার করে:একবার একটি নতুন বা বিদ্যমান অ্যাকাউন্ট যুক্ত করলে, চ্যাট এবং সেটিংস স্বয়ংক্রিয়ভাবে সিঙ্ক হয়ে যায়। এটি বহু নম্বর ম্যানেজ করা আগের তুলনায় অনেক সহজ করে তোলে।- প্রতিটি অ্যাকাউন্টের জন্য চ্যাট এবং ব্যাকআপ সম্পূর্ণ আলাদা থাকবে।- WhatsApp নিশ্চিত করেছে যে প্রতিটি অ্যাকাউন্ট সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করে।- চ্যাট হিস্টরি আলাদা থাকবে- ব্যাকআপ আলাদা থাকবে- নোটিফিকেশন সাউন্ডও বদলানো যায়- গোপনীয়তার বিকল্প (যেমন লাস্ট সিন, প্রোফাইল ছবি কে দেখতে পাবে) থাকবে আলাদা- মিডিয়া অটো-ডাউনলোড সেটিংসও থাকবে আলাদা- এমনকি মিউট করা চ্যাটগুলিও অন্যান্য অ্যাকাউন্টগুলিকে প্রভাবিত করবে না।- মাল্টি-অ্যাকাউন্ট নোটিফিকেশন স্পষ্ট ভাবেই আসবে।
advertisement
5/6
WhatsApp নোটিফিকেশনের ব্যাপারটাও উন্নত করেছে। কোনও অ্যাকাউন্ট সক্রিয় না থাকলেও আগত বার্তাগুলির বিষয়ে অ্যালার্ট পাওয়া যাবে। নতুন নোটিফিকেশন স্পষ্টভাবে নির্দেশ করবে যে, বার্তাটি কোন অ্যাকাউন্ট থেকে এসেছে, ব্যবহারকারীদের তাৎক্ষণিকভাবে জানতে সাহায্য করবে কোন প্রোফাইলটি চেক করতে হবে।
advertisement
6/6
এই নতুন বৈশিষ্ট্যটি সেই সব ব্যবহারকারীদের জন্য অত্যন্ত কার্যকর যারা তাদের কাজের এবং ব্যক্তিগত নম্বর আলাদা রাখতে চায়। আশা করা হচ্ছে যে এই বৈশিষ্ট্যটি শীঘ্রই সমস্ত iOS ব্যবহারকারীদের জন্য চালু করা হবে।