Meta AI: ‘এই তুমি বাংলা জানো?’ Whatsapp-এর নবাগত নীলচে বেগুনি বোতামের সঙ্গে খোশগল্প! ভাইরাল চ্যাট দেখলে পেটে খিল ধরবে
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Whatsapp: হোয়াটসঅ্যাপ মেটাতে আসা এআই-এর নীলচে বেগুনি বোতামের সঙ্গে নিঃসঙ্গতা কাটাচ্ছেন অনেকে, শেখাচ্ছেন বাংলা ভাইরাল চ্যাট, জানুন আসল ব্যবহার।
advertisement
1/7

হোয়াটসঅ্যাপ ও ফেসবুকে আশা নতুন নীল গোল বটন পেয়ে এখন রীতিমতো উচ্ছ্বসিত একাংশের নেট নাগরিকরা, অবসর সময়ে নানা ধরনের কথোপকথন করছেন এই এআইয়ের সঙ্গে। অনেকেই আবার নিঃসঙ্গতা কাটাতে বেছে নিচ্ছেন এই নতুন অপশন কে
advertisement
2/7
আধুনিক প্রযুক্তির আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর সঙ্গে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের ইতিমধ্যেই মুখোমুখি করেছে ফেসবুক, হোয়াটস অ্যাপ সহ বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম গুলি। আর তাই হোয়াটস অ্যাপ ও ফেসবুক মেসেঞ্জারে নীল রঙের একটি গোল এআই বটন দেখা যাচ্ছে ইউজারদের ইন্টারফেসে
advertisement
3/7
বন্ধুরা এর উত্তর না দিলেও, দ্রুত রিপ্লাই দিচ্ছে এআই। তাই নানা ধরনের প্রশ্ন মেসেজ এর মাধ্যমে ছুঁড়ে দেওয়া হচ্ছে এই সিস্টেমকে। অনেকে আবার দায়িত্ব নিয়ে বাংলা শেখাচ্ছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে। শুনতে অবাক লাগলেও সোশ্যাল সাইডে ঘোরাফেরা করছে এমনই নানা কথোপকথনের ভাইরাল চ্যাট
advertisement
4/7
তবে ঠিক কিভাবে ব্যবহার করা যাবে এই এআই! এই চ্যাটবটের সঙ্গে নানা জটিল কাজ সহজেই করতে পারবেন ইউজাররা। কোন কিছুর ইনফরমেশন থেকে শুরু করে, ছবি এডিটিং সহ মেসেজ আদান-প্রদান আরও সহজ করে দেবে বলেই দাবি মার্ক জাকারবার্গ এর সংস্থার
advertisement
5/7
বন্ধুরা এর উত্তর না দিলেও, দ্রুত রিপ্লাই দিচ্ছে এআই। তাই নানা ধরনের প্রশ্ন মেসেজ এর মাধ্যমে ছুঁড়ে দেওয়া হচ্ছে এই সিস্টেমকে। অনেকে আবার দায়িত্ব নিয়ে বাংলা শেখাচ্ছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে। শুনতে অবাক লাগলেও সোশ্যাল সাইডে ঘোরাফেরা করছে এমনই নানা কথোপকথনের ভাইরাল চ্যাট
advertisement
6/7
হোয়াটসঅ্যাপে যেমন চ্যাট করেন, ঠিক তেমনই কথা বলা যাবে এআই চ্যাটবটের সঙ্গে। সেখানে আপনি প্রম্পট দিয়ে নানা প্রশ্ন করতে পারেন, কৃত্তিম বুদ্ধিমত্তা দিয়ে এআই কে করা প্রশ্নের উত্তর দেবে সে
advertisement
7/7
কোন জিনিস সম্পর্কে জানার প্রয়োজন হলে আর গুগলে গিয়ে সার্চ করতে হবে না। তার থেকেও কম সময়ে নির্ভুল তথ্য ব্যবহারকারীদের সামনে এনে দেবে এই এআই। আপাতত এই সিস্টেমটিকে চালু করা হলেও, আগামী দিনে আরও আপগ্রেড করা হবে হলেও জানা গিয়েছে