TRENDING:

WhastApp থেকে আর অন্যের প্রোফাইল ফটো ডাউনলোড করা যাবে না

Last Updated:
advertisement
1/5
WhastApp- থেকে আর অন্যের প্রোফাইল ফটো ডাউনলোড করা যাবে না
রোজ নিত্যনতুন ফিচার যোগ করে নিজেকে আপডেট করচলেছে WhastApp। কয়েক দিন আগেই Android ইউজারদের জন্য অডিও প্লেব্যাক অপশন নিয়ে এসেছিল হোয়াটসঅ্যাপ। এবার WhastApp নিয়ে এসেছে এমন একটি ফিচার যার অপেক্ষা ছিল অনেক দিন ধরেই, আবার অনেকে মনে করতেন যে শুরু থেকেই এই ফিচারটি থাকা উচিৎ ছিল।
advertisement
2/5
WABetaInfo-র রিপোর্ট অনুযায়ী, লেটেস্ট beta আপডেটে আইফোনর WhastApp একটি গুরুত্বপূর্ণ ফিচার যোগ হবে যার ফলে হোয়াটসঅ্যাপ প্রোফাইল ফটো ডাউনলোড করার অপশান আর থকাবে না। কিছুদিন আগেই এই ফিচারটি যোগ হয়েছিল Android ফোনে।
advertisement
3/5
নতুন আপডেটের পর আইফোন গ্রাহকরা হোয়াটসঅ্যাপে প্রোফাইল ছবি ডাউনলোড করতে পারবেন না। গ্রাহকের ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করতে এই পদক্ষেপ নিয়েছে মার্কিন মেসেজিং কোম্পানিটি। এছাড়াও এই আপডেটে অ্যালবাম ও অডিও টুইক ফর্ম্যাটে বদল এসেছে।
advertisement
4/5
অনেকেই মনে করেন যে এই ফিচারটি এতোদিন ধরে কেন ছিল না WhastApp। তার কারন হল WhastApp কিন্তু একটি সোশ্যাল মিডিয়াম নয়, এটি একটি পার্সোনাল কমিউনিকেশন প্ল্যাটফর্ম। প্রোফাইল ফটোর মূল কারন ছিল আইডেন্টিফিকেশন। এখন Facebook -ও প্রোফাইল ফটো ডাউনলোডে রেস্ট্রিকশন লাগিয়েছে।
advertisement
5/5
এবার WhastApp-ও প্রোফাইল ছবি ডাউনলোড করার ফিচারটিকে বন্ধ করল। এর ফলে আপনি আর প্রোফাইল ছবি ডাউনলোড বাঁ শেয়ার করতে পারবেন না। যদিও WhastApp এখনও স্ক্রিশটে কোন পাবন্দি লাগায়নি।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
WhastApp থেকে আর অন্যের প্রোফাইল ফটো ডাউনলোড করা যাবে না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল