TRENDING:

ফোনের স্টোরেজ সমস্যার সমাধান করতে WhatsApp আনছে নতুন ফিচার

Last Updated:
নতুন ফিচারের সাহায্যে সহজেই forwaded আর Large Files খুঁজে পাওয়া যাবে
advertisement
1/6
ফোনের স্টোরেজ সমস্যার সমাধান করতে WhatsApp আনছে নতুন ফিচার
হোয়াটসঅ্যাপ (WhatsApp) ছাড়া বর্তমান প্রজন্মের জীবন যেন অচল। নিজের জনপ্রিয়তা বজায় রাখতে নিত্য নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। এবার ফোন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন একটু টুলের উপরে কাজ করছে হোয়াটসঅ্যাপ। জানা গিয়েছে যে খুব শীঘ্রই হোয়াটসঅ্যাপে স্টোরেজ ইউসেজের জন্য নতুন একটি ফিচার আনতে চলেছে।
advertisement
2/6
ট্যুইট করে WABetaInfo জানিয়েছে গত কিছু মাস ধরে হোয়াটসঅ্যাপ একটই নতুন ফিচারের টেস্টিং করছে, যার লঞ্চের ডেট এখনও জানা যায়নি। বলে হয়েছে যে এই ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা ফোনের স্পেস বা স্টোরেজ খালি করটে সাহায্য করবে। সেই সঙ্গে হোয়াটসঅ্যাপ মিডিয়াও অ্যাকসেস করতে পারবে।
advertisement
3/6
রিপোর্ট অনুযায়ী, এর প্রথম টুল ফিল্টারের মতো কাজ করবে, যার সাহায্যে সহজেই forwaded আর Large Files খুঁজে পাওয়া যাবে। কীভাবে কাজ করবে এই ফিচারটি, এটি দেখানোর জন্য WABeteInfo একটি স্ক্রিনসটও শেয়ার করেছে।
advertisement
4/6
স্ক্রিনশটতে দেখা যাচ্ছে যে, প্রথম সেকশনে একটি স্টোরেজ বার রয়েছে, এর থেকে সহজেই বোঝা যাবে যে হোয়াটসঅ্যাপ কত স্টোরেজ ব্যবহার করছে। দ্বিতীয় সেকশনে ব্যবহারকারীরা Shared ফাইলগুলি রিভিউ করতে পারবেন। এখান থেকে অকেজো মিডিয়া ফাইল ডিলিট করে ফোনের স্পেস বা স্টোরেজ বাঁচাতে পারবেন।
advertisement
5/6
এতে forwaded আর Large files দেখতে পাবেন। এর শেষ সেকশনে চ্যাটের তালিকা রয়েছে। এখান থেকে যে কোনও একটি চ্যাট সহজেই খুঁজে নেওয়া যাবে।
advertisement
6/6
উল্লেখযোগ্য, হোয়াটসঅ্যাপের এই ফিচারটি এখনও ডেভেলপমেন্ট ষ্টেজে রয়েছে। আর বিটা টেষ্টারদের কাছে এই ফিচারটি পৌঁছানর আগে এতে আরও কিছু টুল যোগ হতে পারে বলে মনে করা হচ্ছে। এতে 'clear all messages except starred’ এর অপশনও দেওয়া হতে পারে। এই ফিচারগুলি iOS ব্যবহারকারীদের জন্যও লঞ্চ করা হবে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
ফোনের স্টোরেজ সমস্যার সমাধান করতে WhatsApp আনছে নতুন ফিচার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল