TRENDING:

জুম, গুগল মিটকে টেক্কা দিতে গ্রুপ ভিডিও কলিং-এ নতুন ফিচার আনছে WhatsApp

Last Updated:
এই মুহূর্তে WhatsApp-এ গ্রুপ ভিডিও কলিং-এ এক সঙ্গে ৪ জন কথা বলতে পারে
advertisement
1/5
জুম, গুগল মিটকে টেক্কা দিতে গ্রুপ ভিডিও কলিং-এ নতুন ফিচার আনছে WhatsApp
করোনা সংক্রমণ রুখতে প্রায় সারা বিশ্বেই এখন লকডাউন পরিস্থিতি। সেই অবস্থায় প্রায় সব জায়গার অফিসেই চলছে ওয়ার্ক ফ্রম হোম। আর এই পরিস্থিতিতে ভিডিয়ো কনফারেন্সিং প্ল্যাটফর্ম হিসেবে বেশ জনপ্রিয় হয়ে ওঠে জুম। এবার জুমকে টেক্কা দিতে নতুন ভিডিও কলিং-এর ফিচার আনতে চলেছে WhatsApp
advertisement
2/5
হোয়াটসঅ্যাপ (WhatsApp) ছাড়া বর্তমান প্রজন্মের জীবন যেন অচল। নিত্য নতুন ফিচার নিয়ে এসে আরও জনপ্রিয় হয়ে উঠছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। এবার যাতে গ্রুপ ভিডিওতে অংশগ্রহনকারীর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে হোয়াটসঅ্যাপ। আর সেই সঙ্গে এই ফিচারটির উপরে কাজ করতেও শুরু করে দিয়েছে তারা।
advertisement
3/5
WABetaInfo ওয়েবসাইটে জানানো হয়েছে যে সাম্প্রতিক অ্যানড্রয়েড বিটা ভার্সনে গ্রুওপ কলে গ্রাহকের সংখ্যা বাড়ানোর ইঙ্গিত পাওয়া গিয়েছে। কারণ এই মুহূর্তে জুম, গুগল ডুও-তে এক সঙ্গে ১২ জন বা তাঁর থেকে বেশি জন ভিডিও কলে অংশগ্রহন করতে পারে। আর সামাজিক দূরত্ব বজায় রাখতে এই ফিচার খুবই কাজের হয়ে উঠেছে।
advertisement
4/5
WhatsApp v2.20.128 বিটাতে ভিডিও কলিংয়ে অংশগ্রহনকারীর সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু কোম্পানি এখনও এটাকে জনতার জন্য রোল আউট করে নি। এটাও এখনও স্পষ্ট নয় যে অংশগ্রহনকারীর সংখ্যা বাড়িয়ে কতো করবে হোয়াটসঅ্যাপ।
advertisement
5/5
কবে WhatsApp গ্রাহকদের কাছে নতুন ফিচার পৌঁছবে সেই বিষয়ে কিছুই জানা যায়নি। কিন্তু আশা করা হচ্ছে খুব শীঘ্রই সফটওয়্যার আপডেটে এই ফিচার অ্যানড্রয়েড ও আইওএস গ্রাহকদের ফোন পৌঁছে যাবে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
জুম, গুগল মিটকে টেক্কা দিতে গ্রুপ ভিডিও কলিং-এ নতুন ফিচার আনছে WhatsApp
Open in App
হোম
খবর
ফটো
লোকাল