WhatsApp AI Chatbot Button: হোয়াটসঅ্যাপে এআই চ্যাটবট, দেবে সব প্রশ্নের উত্তর, জেনে নিন কোন বাটনে কাজ হবে
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Teesta Barman
Last Updated:
WhatsApp AI Chatbot Button: আকার হবে চৌকো, তাকে ঘিরে থাকবে নানা রঙের এক বৃত্ত। সেখানে ক্লিক করলেই শুরু হবে মেটা এআই চ্যাটবটের সঙ্গে কথোপকথন, যে কোনও জিজ্ঞাস্যের সে উত্তর দেবে বলে আশা।
advertisement
1/10

বড়জোর মাসদুয়েক আগের কথা। তখনই যখন খবর এসেছিল যে হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে এআই, রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল।
advertisement
2/10
জানা গিয়েছিল, হোয়াটসঅ্যাপেই এবার থেকে ইউজার নির্দেশ দিলে ছবি এঁকে দেবে এআই বা আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স, কৃত্রিম এই বুদ্ধিমত্তা ইউজারের পছন্দমতো বানিয়ে দেবে নতুন নতুন স্টিকারও।
advertisement
3/10
সেই সব সুবিধা হোয়াটসঅ্যাপের কিছু বিটা ভার্সনে রোল আউট হয়ে গিয়েছে বলেই খবর। বাকি ছিল শুধু এআই চ্যাটবটের আসা, সেটাও এবার পূর্ণ হল বলে জানিয়েছে WABetaInfo।
advertisement
4/10
সে কথায় আসার আগে একটা তথ্য না দিলেই নয়। মালিক সংস্থা মেটার তরফ থেকে কিন্তু চলতি বছরের সেপ্টেম্বরে এই ফিচার নিয়ে একটা স্ক্রিনশট শেয়ার করা হয়েছিল, করেছিলেন মেটার কর্মকর্তা খোদ মার্ক জুকারবার্গই, নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে।
advertisement
5/10
সেই সময়ে তিনি জানিয়েছিলেন যে হোয়াটসঅ্যাপের এই এআই চ্যাটবট ফিচার এখনও রয়েছে পরীক্ষাধীন পর্যায়ে, ইউএসএ-র নির্দিষ্ট কিছু ইউজারের মধ্যেই তা সীমিত রাখা হয়েছে।
advertisement
6/10
সেই বিবৃতির পরে এবার WABetaInfo জানাচ্ছে, এই ফিচার অ্যাপে এসে গিয়েছে। ইউজারদের সুবিধার জন্য একটা নতুন বাটনও নিয়ে আসা হয়েছে। ইতিপূর্বে তা রাখা হয়েছিল কন্ট্যাক্ট লিস্টের মধ্যে, অনেকের পক্ষেই খুঁজে বের করে তা ব্যবহার করা ছিল অসুবিধাজনক।
advertisement
7/10
ফলে, এবার তা নিয়ে আসা হয়েছে একেবারে প্রকাশ্যে, নিউ চ্যাট সেগমেন্টে। ডানপাশে নিচের দিক করে এই চ্যাট বাটন থাকবে বলে জানা যাচ্ছে। আকার হবে চৌকো, তাকে ঘিরে থাকবে নানা রঙের এক বৃত্ত।
advertisement
8/10
সেখানে ক্লিক করলেই শুরু হবে মেটা এআই চ্যাটবটের সঙ্গে কথোপকথন, যে কোনও জিজ্ঞাস্যের সে উত্তর দেবে বলে আশা।
advertisement
9/10
এই ফিচার আপাতত রয়েছে হোয়াটসঅ্যাপের সর্বশেষ বিটা অ্যান্ড্রয়েড 2.23.24.26 ভার্সনে, অ্যাপ সেই মতো আপডেট করে নিলেই হল।
advertisement
10/10
তবে আপডেটের পরেও যদি এই বাটন দেখতে পাওয়া না যায় বা তা ঠিকমতো কাজ না করে, হতাশ হওয়ার কিছু নেই। সবে এই ফিচারের রোল আউট শুরু হয়েছে, সবার কাছে পৌঁছতে কিছু সময় তো লাগবেই!