WhatsApp New Feature : বড় আপডেট! হাই রেজোলিউশন ছবিও এবার WhatsApp-এ, দেখে নিন নতুন ফিচারে কী করতে হবে
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Teesta Barman
Last Updated:
WhatsApp New Feature : মার্ক জুকারবার্গ ছবি পোস্ট করে, অনেকটা টিউটোরিয়ালের মতো, জানিয়েছেন যে এবার থেকে WhatsApp-এ হাই রেজোলিউশনের ছবি সহজেই সেন্ড করা যাবে।
advertisement
1/8

রচনা গিয়েছিল ডেটে। প্রথম দেখাতেই অনেকগুলো ছবি তুলেছিল ওরা, কিছু আলাদা আলাদা, কিছু একসঙ্গে। সমস্যাটা বাধল ছেলেটার ছবিগুলো তাকে ভায়া WhatsApp সেন্ড করার সময়ে। ছেলেটি বলেছিল, ডক করে পাঠাতে, যাতে রেজোলিউশন কমে না যায়।
advertisement
2/8
এবার, রচনা তো খুব একটা টেক স্যাভি নয়। ফলে, ছেলেটাকেই দেখাতে হল কী করতে হবে। সে আরেক যাতনা! WhatsApp-এ ছবি পাঠানোর পদ্ধতিতে যেমন একসঙ্গে অনেকগুলো সিলেক্ট করে সময় বাঁচানো যায়, এখানে তা হচ্ছে না, ছবি ডক করে পাঠালে একটাই সিলেক্ট করা যাচ্ছে একবারে। সব মিলিয়ে রচনা নাজেহাল। তবে এটাও বুঝতে পারল যে যখন তাকে বন্ধুরা ছবি পাঠায়, কেন দেখতে একটু হলেও নিষ্প্রভ লাগে!
advertisement
3/8
রচনা এবং ওর মতো সবার যাদের অভিযোগ WhatsApp-এ ছবি পাঠালে রেজোলিউশন ফল করে, তাদের জন্য এবার সুখবর। মার্ক জুকারবার্গ ছবি পোস্ট করে, অনেকটা টিউটোরিয়ালের মতো, জানিয়েছেন যে এবার থেকে WhatsApp-এ হাই রেজোলিউশনের ছবি সহজেই সেন্ড করা যাবে।
advertisement
4/8
কোনও ক্ষোভের কারণ থাকবে না ইউজারদের, ছবি যেমন, ঠিক তেমনটাই চলে যাবে অন্যের কাছে, কোয়ালিটির এতটুকুও নড়চড় হবে না। এই ফিচার রোল আউট করা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে সংস্থা, সবাই এখনই না পেলেও খুব বেশি দিনও অপেক্ষা করতে হবে না, জানিয়েছে সংস্থা।
advertisement
5/8
ছবি তার অরিজিনাল রেজেলিউশনে পাঠাতে হলে কী করতে হবে? WhatsApp চ্যাট থেকে যাঁকে পাঠানো হবে, তাঁর কনট্যাক্ট ওপেন করতে হবে। মেসেজ বক্সের পাশে যে ক্যামেরা আইকন আছে সেটায় ক্লিক করতে হবে। WhatsApp থেকেই একটা ছবি তুলতে হবে।
advertisement
6/8
স্ক্রিনের ওপরে একটা HD আইকন দেখা যাবে। ওই আইকনে ক্লিক করলে নিচে একটা ডায়ালগ বক্স খুলে যাবে। এখান থেকে অরিজিনাল আর HD কোয়ালিটির মধ্যে যে কোনও একটা বেছে নেওয়া যাবে। এবার ছবিটা ভায়া WhatsApp পাঠিয়ে দিলেই হল!
advertisement
7/8
ভাল বিষয় হল, WhatsApp জানিয়েছে যে হাই রেজোলিউশনের ছবি পাঠালেও তা যত দ্রুত সম্ভব সেন্ড করা হবে, তাও ফোনের খুব একটা বেশি জায়গা দখল না করেই। লো ইন্টারনেট সার্ভিসেও এই পরিষেবা পাওয়া যাবে।
advertisement
8/8
আর কী চাই? শোনা যাচ্ছে, পরের ধাপে না কি আসছে হাই রেজোলিউশন ভিডিও পাঠানোর পরিষেবা, যত দিন এই বিষয়ে খবর না মিলছে, অপেক্ষাই করা যাক না হয়!