TRENDING:

ফের নতুন ফিচার WhatsApp-এ! গোপনীয়তার ক্ষেত্রে তৈরি হচ্ছে সুরক্ষা বলয়

Last Updated:
সম্প্রতি জানা গিয়েছে WhatsApp এমন একটি ফিচার নিয়ে কাজ করছে যা ব্যবহারকারীর গোপনীয়তায় আরও একটি সুরক্ষাস্তর তৈরি করতে পারবে।
advertisement
1/7
ফের নতুন ফিচার WhatsApp-এ! গোপনীয়তার ক্ষেত্রে তৈরি হচ্ছে সুরক্ষা বলয়
একের পর এক নতুন ফিচার আনছে WhatsApp। অনেক ফিচার নিয়ে কাজও চলছে এই সময়। আসলে ব্যবহারকারীদের অভিজ্ঞতায় আরও সুযোগ সুবিধা দেওয়ার পাশাপাশি তাদের লক্ষ্য নিরাপত্তা এবং গোপনীয়তা।
advertisement
2/7
সম্প্রতি জানা গিয়েছে WhatsApp এমন একটি ফিচার নিয়ে কাজ করছে যা ব্যবহারকারীর গোপনীয়তায় আরও একটি সুরক্ষাস্তর তৈরি করতে পারবে। বিশেষত WhatsApp-এর কল করার ক্ষেত্রে সুরক্ষা দেবে এই ফিচার। সম্প্রতি নতুন একটি ‘টগল’ তৈরি হয়েছে WhatsApp-এ। এর নাম, ‘Protect IP address in calls’। এটির কাজই হল কোনও সন্দেহভাজনকে ফোনে আড়িপাততে বা ব্যবহারকারীর অবস্থান জানতে না দেওয়া।
advertisement
3/7
WABetaInfo-র রিপোর্ট্ অনুযায়ী, এই সুবিধা এখন পাচ্ছেন শুধুমাত্র Android ও iOS-এর সর্বশেষ বিটা ভার্সন ব্যবহারকারীরা।
advertisement
4/7
তবে এই ফিচার কাজ করার ফলে কলের গুণমান কিছুটা ক্ষুণ্ন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে কোনও ভাবেই ব্যবহারকারীর তথ্য ফাঁস হওয়ার ঝুঁকি থাকছে না। Privacy বিভাগের অধীনে এই নতুন বিভাগটি খুঁজে পাওয়া যেতে পারে। এই ফিচার সক্রিয় করা থাকলে WhatsApp-এর সমস্ত কল ‘এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড’ থাকবে। অর্থাৎ, কোনও তৃতীয় পক্ষ, এমনকী WhatsApp-ও তা শুনতে পাবে না।
advertisement
5/7
এই মুহূর্তে কিছু নির্বাচিত ব্যবহারকারীর WhatsApp-এ এই ফিচারটি দেখা যাচ্ছে। শীঘ্রই সকল ব্যবহারকারীর জন্য এই ফিচার নিয়ে আসতে চলেছে WhatsApp। এমনই মনে করা হচ্ছে। তবে ঠিক কবে থেকে এই ফিচার ব্যবহার করতে পারবেন সকলে তা এখনও জানা যায়নি।
advertisement
6/7
গত কয়েক মাস ধরে নিরন্তর কাজ করে চলেছে WhatsApp। জানা গিয়েছে এই সময়ও আরও একটি ফিচার নিয়ে কাজ করছে তারা। Secret Code নামের এই ফিচারটি যেকোনও চ্যাট ‘লক’ করে রাখতে সাহায্য করবে। নতুন একটি টগলও আসছে, যা ‘Disable instant video’ শর্টকাটে কাজ করে।
advertisement
7/7
সম্প্রতি WhatsApp-এ এসেছে Channel। তারপর থেকেই যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে এটি। বিশেষত ইনফ্লুয়েন্সার, সেলিব্রিটিদের কাছে WhatsApp-এ নতুন অভিজ্ঞতা তৈরি হচ্ছে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
ফের নতুন ফিচার WhatsApp-এ! গোপনীয়তার ক্ষেত্রে তৈরি হচ্ছে সুরক্ষা বলয়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল