WhatsApp Group Chats: গ্রুপ চ্যাটে আসতে চলেছে দারুণ সুবিধা, কল লিঙ্ক শর্টকাট নিয়ে কাজ শুরু WhatsApp-এর
- Published by:Teesta Barman
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
WhatsApp Group Chats: এই ফিচারের মাধ্যমে কল লিঙ্ক তৈরি করতে এবং শেয়ার করতেও সুবিধা হবে। যার ফলে অন্যরা এক ট্যাপেই ভয়েস অথবা ভিডিও কলে অনায়াসে যোগ দিতে পারবেন।
advertisement
1/10

ব্যবহারকারীদের সুবিধার জন্য এক নতুন বিষয় নিয়ে কাজ করছে WhatsApp। এর ফলে ব্যবহারকারীরা এই অ্যাপে সহজেই কলে জয়েন করতে পারবেন। অর্থাৎ এই ফিচারের মাধ্যমে কল লিঙ্ক তৈরি করতে এবং শেয়ার করতেও সুবিধা হবে।
advertisement
2/10
যার ফলে অন্যরা এক ট্যাপেই ভয়েস অথবা ভিডিও কলে অনায়াসে যোগ দিতে পারবেন। এই অ্যাপটি আপাতত শুধুমাত্র গ্রুপ চ্যাটেই কল লিঙ্ক শেয়ারিং ফিচার যোগ করার পরিকল্পনা করেছে।
advertisement
3/10
WABetaInfo-র শেয়ার করা একটি স্ক্রিনশটে দেখা গিয়েছে যে, একটি কল লিঙ্ক তৈরি করার অপশনটি পাওয়া যাবে ছবি কিংবা ডকুমেন্ট অ্যাটাচ করার অন্যান্য অপশনগুলির সঙ্গেই।
advertisement
4/10
এটা স্পষ্ট যে, ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরও উন্নত করার জন্য এই নতুন ফিচারটি আনার জন্য কাজ করছে WhatsApp।
advertisement
5/10
এই ফিচার এসে গেলে গ্রুপ মেম্বারদের খুবই সুবিধা হবে। কারণ আর স্বয়ংক্রিয় ভাবে গ্রুপে আসা কল সমস্ত অংশগ্রহণকারীর ফোনে বাজবে না। ফলে নিজেদের সুবিধামতো সময়ে কলে জয়েন করার স্বাধীনতা পাবেন গ্রাহকরা।
advertisement
6/10
ফলে গ্রুপ কল আরও সহজ এবং ঝঞ্ঝাটহীন হতে চলেছে। আসলে এখন গ্রুপ কলের সময় প্রতিটা সদস্যের ফোনে রিং বাজে। যেটা খুব শীঘ্রই বন্ধ হবে।
advertisement
7/10
যদিও বিগত ২ বছর ধরে কল লিঙ্ক প্রদান করে আসছে WhatsApp। আসন্ন ওই আপডেটের কারণে এই ফিচার আরও উন্নত হয়। যার ফলে ব্যবহারকারীরা গ্রুপ কনভার্সেশনের মধ্যে সরাসরি ভাবে লিঙ্ক তৈরি এবং শেয়ার করতে পারবেন। ফলে প্রক্রিয়াটি হতে চলেছে নির্ঝঞ্ঝাট এবং সুবিধাজনক। ব্যবহারকারীদেরও দারুণ সুবিধা হবে।
advertisement
8/10
একবার লিঙ্ক শেয়ার করলে ব্যবহারকারীরা শীঘ্রই তা গ্রুপ চ্যাটে পাঠাতে পারবেন। অন্য মেম্বাররা জয়েন করার জন্য ট্যাপ করতে পারবেন। এর জন্য আর গ্রুপ-ওয়াইড রিং নোটিফিকেশনের প্রয়োজন হবে না। এই আসন্ন ফিচারটি বড় গ্রুপগুলির জন্য উপযুক্ত।
advertisement
9/10
বিশেষ করে যে গ্রুপগুলিতে অন্য দেশের বাসিন্দারাও থাকেন। ফলে নিজেদের সময়-সুযোগমতো জয়েন করতে পারবেন ব্যবহারকারীরা।
advertisement
10/10
তবে বলে রাখা ভাল যে, এই ফিচারটি নিয়ে এখনও কাজ চলছে। ফলে ফিউচার আপডেটে তা আসতে এখনও বেশ কিছুটা সময় লাগবে।