TRENDING:

একাধিক নতুন ফিচার আনছে WhatsApp! গ্রাহকরা পাবেন মেসেজ পিন করে রাখার সুবিধাও

Last Updated:
অ্যাপের সাম্প্রতিকতম আপডেট ইনস্টল করার পরে একটি নতুন পিন অ্যাকশন দেখা যেতে পারে।
advertisement
1/7
একাধিক নতুন ফিচার আনছে WhatsApp! গ্রাহকরা পাবেন মেসেজ পিন করে রাখার সুবিধাও
মেটা-র মালিকানাধীন জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp পিনড মেসেজ ফিচার আনার পরিকল্পনা করছে বলে খবর। শুধু তা-ই নয়, ব্যবহারকারীদের জন্য রিডিজাইনড নিউ চ্যাট অ্যাটাচমেন্ট মেন্যু আনারও পরিকল্পনা রয়েছে সংস্থার।
advertisement
2/7
এর ফলে ব্যবহারকারীরা পিন করার মাধ্যমে চ্যাটের একেবারে উপরের দিকে কোনও মেসেজকে হাইলাইট করে রাখতে পারবেন। এতে তাঁদেরই সুবিধা হবে। কোনও গুরুত্বপূর্ণ মেসেজের সন্ধান করতে বিশেষ বেগ পেতে হবে না।
advertisement
3/7
এর ফলে ব্যবহারকারী চ্যাটের একেবারে উপরের দিকে একটি মেসেজ পিন করতে পারবেন। গুরুত্বপূর্ণ মেসজ খুঁজতে আর অসুবিধা হবে না।
advertisement
4/7
রিপোর্ট থেকে আরও জানা গিয়েছে যে, “এর পাশাপাশি কিছু বিটা টেস্টার রিডিজাইনড চ্যাট অ্যাটাচমেন্ট মেন্যুর অভিজ্ঞতা লাভ করতে পারবেন। এর মধ্যে থাকবে নতুন আধুনিক স্টাইল।
advertisement
5/7
এটা মাথায় রাখা উচিত যে, এই ফিচারগুলি বর্তমানে বিটা টেস্টারদের একটি সীমিত গ্রুপে পাওয়া যাচ্ছে। সমস্ত অডিয়েন্সের জন্য এই ফিচার আসতে হয়তো একটু সময় লাগবে।”
advertisement
6/7
রিপোর্ট অনুযায়ী, একটি মেসেজ পিন করার সুবিধা লাভ করার সঙ্গে সঙ্গে ব্যবহারকারীরা আরও একটি ক্ষমতা পাবেন। একটি মেসেজ কত সময় ধরে থাকবে, সেই সময়সীমা নির্ধারণ করতে সক্ষম হবেন গ্রাহকরা। এই সময়সীমার মধ্যে অন্তর্ভুক্ত — ২৪ ঘণ্টা, ৭ দিন এবং ৩০ দিন।
advertisement
7/7
যদিও পিন করা মেসেজ যে কোনও সময়ে মুছে ফেলা যেতে পারে। এমনকী নিজের বাছাই করা সময়সীমা পেরিয়ে যাওয়ার আগেই তা করা যাবে। এটাও মাথায় রাখা জরুরি যে, একক কথোপকথনের ক্ষেত্রেও পিন করা মেসেজের সুবিধা পাওয়া যাবে। ব্যক্তিগত চ্যাটের মধ্যে একটি নির্দিষ্ট কন্টেন্ট হাইলাইট করা আরও সহজ হয়ে উঠবে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
একাধিক নতুন ফিচার আনছে WhatsApp! গ্রাহকরা পাবেন মেসেজ পিন করে রাখার সুবিধাও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল