TRENDING:

Whatsapp Tips: ফোন আর মেজাজ দুই থাকবে ফুরফুরে! Whatsapp আনছে গুরুত্বপূর্ণ সেটিংস, জেনে নিন এখনই

Last Updated:
ইউজাররা হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে পাওয়া মিডিয়া, সে ছবি হোক বা ভিডিও, নিজের ফোনে জমিয়ে রাখতে পারবেন- বরাবরের জন্য বা যত দিন পর্যন্ত প্রয়োজন, তত দিনের মেয়াদে।
advertisement
1/5
ফোন আর মেজাজ দুই থাকবে ফুরফুরে! Whatsapp আনছে গুরুত্বপূর্ণ সেটিংস, জেনে নিন এখনই
স্মার্টফোন সুবিধা তো দেয় অনেক কিছুরই, তার সঙ্গেই কাঁটার মতো বিঁধতে থাকে স্টোরেজের সমস্যাও। আমাদের বেশিরভাগেরই ফোনে স্টোরেজের সিংহভাগ দখল করে থাকে হোয়াটসঅ্যাপ মিডিয়া- ছবি, ভিডিও সব মিলিয়েই। সে সব নিয়ন্ত্রণে রাখার একটা উপায় অবশ্য আছে, আমরা না চাইলে সেগুলো আমাদের ফোনে ডাউনলোড হবে না, এমন সেটিংস আছে। এর ঠিক বিপরীত সমস্যার যদিও মুখোমুখি হয়েছে হোয়াটসঅ্যাপ চ্যানেল।
advertisement
2/5
খুব বেশি দিন হল একেবারেই নয়, এই দেশেও চ্যানেল ফিচার লঞ্চ করেছে হোয়াটসঅ্যাপ। দেখতে দেখতে তা বেশ জনপ্রিয়ও হয়ে উঠেছে, এই যেমন ভারতীয় ক্রিকেট দলের হোয়াটসঅ্যাপ চ্যানেলের কথাই বলা যায়। নানা আপডেট হাতের কাছে সবার প্রথমে পেতে হোয়াটসঅ্যাপ চ্যানেল এখন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে আমাদের জীবনে। সমস্যা হল, চ্যানেলের মালিকের তরফে যে মিডিয়া আসছে, আপনা-আপনিই মুছেও যায় একটা নির্দিষ্ট সময়ের পরে।
advertisement
3/5
যদিও, এবার চাইলে ইউজাররা হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে পাওয়া মিডিয়া, সে ছবি হোক বা ভিডিও, নিজের ফোনে জমিয়ে রাখতে পারবেন- বরাবরের জন্য বা যত দিন পর্যন্ত প্রয়োজন, তত দিনের মেয়াদে। WABetaInfo এক স্ক্রিনশট শেয়ার করে জানিয়েছে যে হোয়াটসঅ্যাপ বিটার ২.২৩.২০.১১ আপডেটে অ্যান্ড্রয়েডে এই নিয়ে কাজ চলছে। এর ফলে এখন থেকে আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের মিডিয়া, লিঙ্ক আপনাআপনি মুছে যাবে না।
advertisement
4/5
অর্থাৎ, ইউজারের হাতে ক্ষমতা থাকছে পুরোটাই, এক দিন, এক সপ্তাহ, এক মাস বা নেভার- এই চার বিকল্পের মধ্যে থেকে বেছে নিয়ে তাঁরা হোয়াটসঅ্যাপ চ্যানেলের মিডিয়া জমাতে পারবেন। অবশ্য, এই প্রসঙ্গে WABetaInfo আরও একটা কথা উল্লেখ করেছে। তাদের মতে, নেভার অপশনটা শেষ পর্যন্ত নাও থাকতে পারে বা ওটা সিলেক্ট করলেও হোয়াটসঅ্যাপ সেই মতো কাজ নাও করতে পারে, আখেরে ইউজারের স্টোরেজ ভারি হবে বলে।
advertisement
5/5
দেখা যাক কী হয়, সবে তো টেস্টিং চলছে, আগে সবার ফোনের হোয়াটসঅ্যাপে ফিচার রোল আউট হয়ে যাক, তখনই বোঝা যাবে কতটা স্বাধীনতা ইউজার পেলেন হোয়াটসঅ্যাপ চ্যানেল মিডিয়া জমানোর ক্ষেত্রে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Whatsapp Tips: ফোন আর মেজাজ দুই থাকবে ফুরফুরে! Whatsapp আনছে গুরুত্বপূর্ণ সেটিংস, জেনে নিন এখনই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল