TRENDING:

WhatsApp-এ আসছে নতুন ফিচার! সমস্ত আনসেন্ট চ্যাটের জন্য আসছে ড্রাফট লিস্ট, কীভাবে কাজ করবে?

Last Updated:
WhatsApp-এ ফিডে All এবং Favourites-এর ঠিক পাশেই এবার থেকে একটি নতুন Draft tab থাকবে। যখন কেউ ড্র্যাফ্টস-এ ক্লিক করবেন, তখন তিনি নীচের স্ক্রিনে আনসেন্ড চ্যাট দেখতে পাবেন।
advertisement
1/6
WhatsApp-এ আসছে নতুন ফিচার! সমস্ত আনসেন্ট চ্যাটের জন্য আসছে ড্রাফট লিস্ট, কীভাবে কাজ করবে?
বিশ্বের সবথেকে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হল WhatsApp। ব্যবহারকারীরা এত দিন যেসব ফিচারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে এসেছেন, সেই সমস্ত ফিচার ধীরে ধীরে চালু করছে জনপ্রিয় এই প্ল্যাটফর্ম। এর মধ্যে কিছু কিছু এখনও পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে রয়েছে। লক্ষ লক্ষ মানুষের জন্য উপযোগী ফিচারের উপর প্ল্যাটফর্মটি মনোনিবেশ করছে দেখে ভালই লাগছে। আজকাল ব্যবহারকারীদের কাছে iPad-এর জন্য একটি অ্যাপও রয়েছে।
advertisement
2/6
এর মধ্যে অন্যতম হতে পারে একটি ডেডিকেটেড Draft List। এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে সমস্ত চ্যাট, যেগুলি ব্যবহারকারীরা পরে পাঠাবেন অথবা একসঙ্গে পাঠাতে ভুলে গিয়েছেন। একজিস্টিং ট্যাব অর্থাৎ যেখানে ব্যবহারকারীরা আনরিড, গ্রুপ এবং ফেভারিট চ্যাট একসঙ্গে পান, সেখানে থাকবে নতুন লিস্টটি।
advertisement
3/6
WhatsApp Draft List: অত্যন্ত প্রয়োজনীয় আপডেট - এমন বহুবার হয়েছে যে, মেসেজ লিখতে শুরু করেছেন ব্যবহারকারী এবং তা পাঠাতে ভুলে গিয়েছেন। কিংবা মেসেজ পরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। বেশিরভাগ ব্যবহারকারীই WhatsApp-এ একটি ড্রাফ্ট ফোল্ডার সিস্টেম চেয়ে এসেছেন, যা এখনও পর্যন্ত পাওয়া যায়নি। এবং এর পরিবর্তে ব্যবহারকারীকে বার্তাগুলির বিষয়বস্তু বা কন্টেন্ট খুঁজে পাওয়ার জন্য স্ক্রোল করতে হবে। কিন্তু ড্রাফ্ট লিস্ট থাকলে এই চ্যাটগুলি এক ক্লিকে বা একটা ট্যাপেই খুঁজে পাওয়া সম্ভব হতে পারে।
advertisement
4/6
একটি পোস্টে WaBetaInfo তুলে ধরেছে যে, Android 2.25.18.17 আপডেটের জন্য WhatsApp বিটা আপডেটে ব্যবহারকারীদের জন্য চ্যাট ফিডে যোগ করা প্রিসেট ড্র্যাফ্ট লিস্টে আসন্ন এই ফিচারের একটা ইঙ্গিত দেখানো হয়েছে।
advertisement
5/6
WhatsApp-এ ফিডে All এবং Favourites-এর ঠিক পাশেই এবার থেকে একটি নতুন Draft tab থাকবে। যখন কেউ ড্র্যাফ্টস-এ ক্লিক করবেন, তখন তিনি নীচের স্ক্রিনে আনসেন্ড চ্যাট দেখতে পাবেন। ব্যবহারকারীরা লিস্ট থেকে ট্যাব এডিট করতে পারবেন। সেই সঙ্গে নিজের পছন্দমতো ভিন্ন ভিন্ন বিকল্প বেছে নিতে পারবেন।
advertisement
6/6
টিপস্টার আরও জানিয়েছে যে, ড্র্যাফ্ট ফিল্টার একটা প্রিসেট অপশন হতে চলেছে। নিজের WhatsApp অ্যাকাউন্টের জন্য এটি ম্যানুয়ালি কনফিগার বা সেট আপ করার দরকার নেই ব্যবহারকারীর। একবার সংশ্লিষ্ট প্ল্যাটফর্ম প্রাসঙ্গিক আপডেট রিলিজ করলে তা নিজে থেকেই সামনে আসবে। এই ফিচার আপাতত পরীক্ষা-নিরীক্ষার স্তরে রয়েছে। কিন্তু আগামী কয়েক সপ্তাহে বিটা ইউজাররা এটি পেয়ে যেতে পারেন বলে আশা করা হচ্ছে। এরপর WhatsApp-এর তরফে এই সিদ্ধান্ত নেওয়া হবে যে, এটি সকলের জন্য চালু করা হবে না কি জাঙ্ক করা হবে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
WhatsApp-এ আসছে নতুন ফিচার! সমস্ত আনসেন্ট চ্যাটের জন্য আসছে ড্রাফট লিস্ট, কীভাবে কাজ করবে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল