WhatsApp Update: ইনস্টাগ্রামের মতো ফিচার এবার হোয়াটসঅ্যাপে, কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা?
- Published by:Ananya Chakraborty
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
WhatsApp Update: ইনস্টাগ্রামের মতো স্টেটাসে ট্যাগ করতে পারবেন বন্ধুদেরও, মানতে হবে বিশেষ নিয়ম
advertisement
1/8

হোয়াটসঅ্যাপে আসতে চলেছে ইনস্টাগ্রামের মতো ফিচার। এবার স্ট্যাটাসে পরিচতজনেদের মেনশন করতে পারবেন ইউজাররা। এই নিয়ে পরীক্ষানিরীক্ষা চলছে। সাম্প্রতিক একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে এই খবর।
advertisement
2/8
ইউজার স্ট্যাটাসে অন্য ইউজারকে মেনশন করলেই তৎক্ষণাৎ নোটিফিকেশন চলে যাবে তাঁর কাছে। WABetaInfo-তে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, টেস্টারদের জন্য এই ফিচার বিটা ফেজ-এ চালু করা হয়েছে।
advertisement
3/8
ফিচার ব্যবহারের জন্য হোয়াটসঅ্যাপ ডেডিকেটেড বাটন চালু করছে। স্ট্যাটাসে ফটো আপডেট বা ভিডিও শেয়ার করার সময় ক্যাপশন বারে এই বাটন দেখতে পাবেন ইউজাররা। স্ট্যাটাস পোস্ট করার আগে এই বাটনে ক্লিক করলে পরিচিতজন বা অন্যান্য ইউজারদের তালিকা চলে আসবে। একেবারে ইনস্টাগ্রামের মতোই।
advertisement
4/8
তালিকা থেকে এক বা একাধিক ইউজারকে মেনশন করা যাবে। সঙ্গে সঙ্গে তাঁদের কাছে নোটিফিকেশন যাবে যে তাঁদের স্ট্যাটাসে মেনশন করা হয়েছে। শুধু তাই নয়, এ কথা জানিয়ে চ্যাটেও একটা মেসেজ পাঠানো হবে।
advertisement
5/8
উল্লেখযোগ্য বিষয় হল, এই প্রক্রিয়া শুধু ইউজার এবং যাঁকে মেনশন করা হচ্ছে, তাঁরাই জানতে পারবেন। অন্য কেউ তা দেখতে পাবেন না। নোটিফিকেশন এবং মেসেজও শুধুমাত্র উল্লিখিত ইউজারকেই পাঠানো হবে। আসলে গোপনীয়তা বজায় রাখাই এর উদ্দেশ্য।
advertisement
6/8
প্রাইভেসি সেটিংসে ইউজারদের নাম আগেভাগেই অন্তর্ভুক্ত করে রাখার ব্যবস্থাও থাকছে। ফলে স্ট্যাটাস আপডেট করার সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে তাঁদের কাছে মেসেজ এবং নোটিফিকেশন চলে যাবে। সমস্ত আপডেটই তাঁরা দেখতে পাবেন।
advertisement
7/8
ইনস্টাগ্রামের মতো স্ট্যাটাস স্ক্রিনের মধ্যে নতুন রিশেয়ার বাটনের মাধ্যমে সেই স্ট্যাটাস আপডেট শেয়ার করতে পারবেন মেনশনড ইউজাররা। তবে রিশেয়ার করলে অরিজিনাল কনটেন্ট ক্রিয়েটরের পরিচয় জানা যাবে না। সেটা গোপনই থাকবে।
advertisement
8/8
অন্য দিকে, ভয়েস অপশন নিয়ে কাজ করছে মেটা এআই। খুব শীঘ্রই এই ফিচারও চালু হবে। তবে এখনও পর্যন্ত দিনক্ষণ জানা যায়নি। মনে করা হচ্ছে, ভয়েস মোড ফিচারের সঙ্গেই এই বৈশিষ্ট রোল আউট হবে। তিনটি ইউকে ভয়েস এবং দুটি ইউএস ভয়েস অপশন পাবেন ইউজার। এর মধ্যে থেকে নিজের অ্যাকসেন্ট বেছে নিতে হবে।