আরও সুরক্ষিত হতে চলেছে WhatsApp, এবার ফিঙ্গারপ্রিন্টেই খুলবে আপনার মেসেজ !
Last Updated:
advertisement
1/5

এবছর সবচেয়ে জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ WhatsApp দুটি অত্যাধুনিক ফিচার্স নিয়ে এসেছে ৷ একটি ডার্ক মোড ও দ্বিতীয়টি ফেস লক/ টাচ আইডি ফিচার ৷
advertisement
2/5
WhatsApp-এর Beta ভার্সান 2.19.83 তে আপনার আঙুলের ছাপ অর্থাত্ ফিঙ্গারপ্রিন্টের সাহায্যেই WhatsApp চ্যাট সুরক্ষিরত রাখা যাবে।
advertisement
3/5
আগে শুধু মাত্র iPhone এ স্টেবল ভার্সনে Touch ID ব্যবহার করে WhatsApp সুরক্ষিত রাখা যেত। এবার Android বিটা ভার্সানেও এই সুবিধা পৌঁচেছে।
advertisement
4/5
সামনে এসেছে দুটি স্ক্রিন শট, যা দেখে বঝা যাচ্ছে WhatsApp এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কীভাবে কাজ করবে।
advertisement
5/5
কি ভাবে অ্যাক্টিভেট করবেন এই ফিচারটি, প্রথমে Settings যান তারপর Account >Privacy তে গিয়ে Use Fingerprint to Unlock