TRENDING:

WhatsApp-এ আসছে নতুন রঙের Wallpaper, জেনে নিন এর বিশেষত্ব

Last Updated:
advertisement
1/5
WhatsApp-এ আসছে নতুন রঙের Wallpaper, জেনে নিন এর বিশেষত্ব
অনেক দিন ধরেই সবাই অপেক্ষা করে আছে WhatsApp-এ ডার্ক মোড-এর। কিন্তু এখনও এর স্টেবেল ভার্সন আসে নি। WABetaInfo-এ অনেকবার এই নিয়ে রিপোর্ট বার করেছে, যাতে এর বিটা ভার্সন-এর জন্য বেশ কিছু আপডেট সাপোর্টের কথাও আছে।
advertisement
2/5
এবার নতুন একটি রিপোর্টে WABetaInfo জানিয়েছে যে WhatsApp-এ এখন কাজ চলছে Default Dark Wallpaper-এর উপরে। সাথে এটাও বলা হয়েছে যে ডার্ক থীম লঞ্চ করার আগে এর সঙ্গে জড়িত এটি শেষ ফিচার, আর তারপরই লঞ্চ হবে Dark theme।
advertisement
3/5
WABetaInfo-এর স্ক্রিনসটও সেয়ার করেছে, যাতে ডার্ক Wallpaper দেখা যাচ্ছে। এই ডার্ক থীম অনেকটা ব্লু রঙের স্কিমের মতো দেখতে। জানা গিয়েছে যে এটা লেটেস্ট বিটা আপডেট 2.19.327 জন্য।
advertisement
4/5
এর আগে WABetaInfo ওয়েবসাইটে WhatsApp-এ ডার্ক মোড-এর তিনটি কনফিগারেশন সাপোর্টের কথা জানিয়েছিল। এর মধ্যে দুটি ইমপ্লিমেন্টও করেচ দিয়েছে। ওই সময় WABetaInfo একটি ছবিও সেয়ার করেছিল। সেই ছবি দুটি শেডের মধ্যে বেশি তফাৎ দেখা যায়নি।
advertisement
5/5
ডার্ক মোড ফিচার আশার পর WhatsApp-এর সাদা ব্যাকগ্রাউন্ড কালো/গ্রে হয়ে যাবে। আর কালো অক্ষর সাদা হয়ে যাবে। এর আগে এই খবরও এসেছিল যে ডার্ক মোডে অক্ষরের রঙ সাদা না হয়ে নীল রঙ হবে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
WhatsApp-এ আসছে নতুন রঙের Wallpaper, জেনে নিন এর বিশেষত্ব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল