TRENDING:

WhatsApp Update: ডেটা মুছে না ফেলেই লগ আউট, নতুন ফিচার নিয়ে কাজ করছে WhatsApp, জেনে নিন ঠিক কী সুবিধা পেতে চলেছেন

Last Updated:
WhatsApp শীঘ্রই ইউজারদের তাঁদের অ্যাকাউন্টটি সম্পূর্ণরূপে মুছে ফেলার পরিবর্তে লগ আউট করার বিকল্প এনে দেবে।
advertisement
1/9
ডেটা মুছে না ফেলেই লগ আউট, নতুন ফিচার নিয়ে কাজ করছে WhatsApp, জেনে নিন ঠিক কী সুবিধা পাবেন
সবাই বলছেন, এর সত্যিই বড় দরকার ছিল। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যখন, তখন কেন সব সময়ে অনলাইন থাকতে হবে! এটা অস্বীকার করার জো নেই যে WhatsApp এখন আমাদের অষ্টপ্রহরের সঙ্গী, তবে লগ ইন আর লগ আউটের সুবিধা এতেও থাকা উচিত। সেই লক্ষ্যেই এবার ইউজারদের চাহিদা পূরণ করতে চলেছে Meta মালিকানাধীন এই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম।
advertisement
2/9
এক নতুন রিপোর্টে এই খবর জানানো হয়েছে। বলা হয়েছে যে WhatsApp শীঘ্রই ইউজারদের তাঁদের অ্যাকাউন্টটি সম্পূর্ণরূপে মুছে ফেলার পরিবর্তে লগ আউট করার বিকল্প এনে দেবে।
advertisement
3/9
এই খবর সর্বশেষ WhatsApp Beta ভার্সন মারফত এসেছে এবং অ্যান্ড্রয়েড অথরিটি এটি দেখেছে বলেও দাবি করেছে। তারা অবশ্য এও বলছে যে ইউজার চাইলে নতুন লগ আউট ফিচার তাঁকে ডেটাও মুছে ফেলতে দেবে।
advertisement
4/9
WhatsApp-এর এই লগ আউট বাটন তাহলে কবে আসতে চলেছে? সেই প্রশ্নের উত্তর দেওয়ার আগে কেন এই ফিচার দরকার, সেই কথা বলে নেওয়া জরুরি। আসলে এই ধরনের অ্যাপের জন্য লগ আউট ফিচার প্রয়োজনীয় তো বটেই, বিশেষ করে সেই সব ইউজারদের জন্য, যাঁরা তাঁদের অ্যাকাউন্ট একেবারে মুছে না ফেলে কিছুক্ষণের জন্য এটি নিষ্ক্রিয় করতে চান।
advertisement
5/9
ফেসবুক বছরের পর বছর ধরে এই অপশন অফার করে আসছে, ইনস্টাগ্রামও সেই সুবিধা দিয়ে থাকে, অতএব Meta মালিকানাধীন অন্য একটি প্ল্যাটফর্মও এই ফিচার সাপোর্ট করবে তা আশা করা অন্যায় নয়। WhatsApp আপাতত অভ্যন্তরীণভাবে লগ আউট বিকল্পটি পরীক্ষা-নিরীক্ষা করছে, তবে আগামী কয়েক মাসের মধ্যে এই টুলের একটি পাবলিক বিটা সংস্করণ এসে যাবে তা আশা করা হচ্ছে।
advertisement
6/9
লগ আউট করার জন্য WhatsApp-এ দুটি বিকল্প থাকবে। ইউজার হয় সমস্ত ডেটা এবং প্রেফারেন্স মুছে ফেলতে পারেন, এক্ষেত্রে ব্যাপারটা প্রায় অ্যাকাউন্ট এবং তার সব ডিটেল মুছে ফেলার মতো বা ডিঅ্যাকটিভেট করার মতো। তবে, একই সঙ্গে আবার WhatsApp ইউজারকে ডেটা এবং প্রেফারেন্স রাখতেও দেবে, যাতে যে কোনও সময় চাইলেই ফিরে আসা যায়, মোবাইল নম্বর দিয়ে সাইন ইন করা যায় এবং চ্যাট, গ্রুপ এবং আরও অনেক কিছু না হারিয়ে আগের মতো WhatsApp ব্যবহার শুরু করা যায়।
advertisement
7/9
ডিজিটাল ডিটক্স বর্তমান যুগে খুবই গুরুত্বপূর্ণ, তাই WhatsApp এই লগ আউট ফিচার আনলে বেশিরভাগ ইউজার তা পছন্দই করবেন। সকলেই চান ভবিষ্যতে আরও বেশিসংখ্যক সোশ্যাল মিডিয়া অ্যাপ এই ফিচার অফার করুক।
advertisement
8/9
যদিও, WhatsApp ইউজারদের ডেটা সেভ করার জন্যই প্ররোচিত করতে চাইবে, যাতে এর সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা খুব বেশি হ্রাস না পায়। তা হলে যে আবার সংস্থার লোকসান!
advertisement
9/9
যাই হোক, WhatsApp তার ওয়েব ভার্সনের জন্য একটি নতুন মিডিয়া হাবও তৈরি করছে যাতে ইউজার প্ল্যাটফর্মে অন্যদের সঙ্গে শেয়ার করা সমস্ত ফাইল, ছবি এবং লিঙ্ক ট্র্যাক করতে পারেন। হাবটি সর্বশেষ বিটা সংস্করণে দেখা গিয়েছে এবং অদূর ভবিষ্যতে একটি আপডেটের মাধ্যমে ব্যবহারের জন্য এসে যাবে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
WhatsApp Update: ডেটা মুছে না ফেলেই লগ আউট, নতুন ফিচার নিয়ে কাজ করছে WhatsApp, জেনে নিন ঠিক কী সুবিধা পেতে চলেছেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল