TRENDING:

WhatsApp-এ শীঘ্রই মেটা এআই-পাওয়ার্ড ওয়ালপেপার পাবেন ব্যবহারকারীরা, কিন্তু পাওয়া যাবে কীভাবে? জেনে নিন

Last Updated:
WhatsApp Update: আসলে বন্ধু এবং পরিবারের সঙ্গে চ্যাট ইন্টারফেসে এআই ওয়ালপেপার তৈরি করার বিকল্প রয়েছে Meta AI-এর কাছে। এর জন্য ব্যবহারকারীকে শুধুমাত্র টেক্সট প্রম্পট ব্যবহার করতে হবে।
advertisement
1/6
WhatsApp-এ শীঘ্রই মেটা এআই-পাওয়ার্ড ওয়ালপেপার পাবেন ইউজাররা, কিন্তু পাওয়া যাবে কীভাবে?
নিজের ব্যবহারকারীদের কথা মাথায় রেখে একাধিক ফিচার প্রদান করার জন্য Meta AI-এর ক্ষমতা ব্যবহার করছে WhatsApp। আর আমরা খুব শীঘ্রই পার্সোনালাইজড চ্যাটের ক্ষেত্রে এআই-এর একটি আকর্ষণীয় ব্যবহার দেখতে পাব। আসলে বন্ধু এবং পরিবারের সঙ্গে চ্যাট ইন্টারফেসে এআই ওয়ালপেপার তৈরি করার বিকল্প রয়েছে Meta AI-এর কাছে। এর জন্য ব্যবহারকারীকে শুধুমাত্র টেক্সট প্রম্পট ব্যবহার করতে হবে। এর মাধ্যমেই এআই ওয়ালপেপার তৈরি হয়ে যাবে। এরপর সেই নতুন এআই ওয়ালপেপারকে চ্যাটের জন্য ব্যাকগ্রাউন্ড ওয়ালপেপার হিসেবে ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা।
advertisement
2/6
চ্যাটের জন্য WhatsApp AI Wallpapers: কীভাবে এটি কাজ করে? চলতি সপ্তাহে WaBetaInfo-র একটি পোস্টে এই ফিচারের বিষয়ে বিশদ তথ্য প্রকাশ্যে এসেছে। সেখানে ওই টিপস্টারের তরফে জানানো হয়েছে যে, আসন্ন সময়ে নতুন টুল এসে যাওয়া উচিত। অনেক ব্যবহারকারী আসলে সবুজ অথবা কালো রঙের চ্যাট ব্যাকগ্রাউন্ড নিয়ে একঘেয়ে বোধ করেন, তাই এই Meta AI ফিচার আপগ্রেড তাঁদের জন্য অত্যন্ত ভাল হবে।
advertisement
3/6
AI ওয়ালপেপারের সবথেকে ভাল বিষয় হল, এটি টেক্সট প্রম্পট ব্যবহার করে নিজেদের পছন্দসই ওয়ালপেপার ক্রিয়েট করতে পারেন। শুধু তা-ই নয়, নতুন রঙ, নতুন বস্তু অথবা নানা কিছু দিয়ে সেই ওয়ালপেপারকে মডিফাইও করা যেতে পারে।
advertisement
4/6
এই কয়েক বছরে WhatsApp-এর রয়েছে সীমিত পরিমাণ ওয়ালপেপার অপশন। এর মধ্যে ছিল রেগুলার কালার্স। কিন্তু গত বছর ধীরে ধীরে তা পরিবর্তিত হয়। আনা হয়েছিল আরও কিছু থিম এবং বাবল কালার্স। বর্তমানে এই ফিচার তৈরির জন্য রয়েছে Meta AI। যা ব্যবহারকারীদের চ্যাট পার্সোনালাইজ করার আরও নানা বিকল্প প্রদান করবে।
advertisement
5/6
মেটা এআই এখন একটি স্বতন্ত্র অ্যাপ বা স্ট্যান্ডঅ্যালোন অ্যাপে পরিণত হয়েছে। যা শুধুমাত্র এই সমস্ত ফিচারকেই সাপোর্ট করে না, সেই সঙ্গে ব্যবহারকারীকে এআই চ্যাটবটে কথা বলার অনুমতি দেয়। এটা অনেকটা ChatGPT 4o ভয়েস মোড এবং Gemini Live-এর মতো।
advertisement
6/6
বলে রাখা ভাল যে, সারা দুনিয়া জুড়ে অত্যন্ত জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হল WhatsApp। এর মধ্যে আরও এআই ফিচার যোগ হলে তা ব্যবহারকারীদের মধ্যে আকর্ষণীয়তা বৃদ্ধি করবে। শুধু তা-ই নয়, এই প্ল্যাটফর্মটি Apple AI-এর মতো ব্যক্তিগত কম্পিউটিং-সহ সমস্ত এআই সরঞ্জাম সুরক্ষিত করার চেষ্টা করছে, যা অদূর ভবিষ্যতে এই বৈশিষ্ট্যগুলিকে অন্তর্ভুক্ত করতে পারে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
WhatsApp-এ শীঘ্রই মেটা এআই-পাওয়ার্ড ওয়ালপেপার পাবেন ব্যবহারকারীরা, কিন্তু পাওয়া যাবে কীভাবে? জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল