নয়া উদ্যোগ ! এবার WhatsApp-এই জেনে নিন করোনা-সম্পর্কিত তথ্য
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
হোয়াটসঅ্যাপে সেভ করুন এই নুম্বার আর পেয়ে যান করোনা-সম্পর্কিত সব তথ্য
advertisement
1/5

করোনায় দুনিয়া জুড়ে নজিরবিহীন পরিস্থিতি। বিশ্বজু়ড়ে আতঙ্ক। হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আর তার সঙ্গে পাল্লা দিয়ে গোটা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ৮ হাজারের বেশি ৷ ১৫৯ দেশে ২ লক্ষ ছুঁতে চলেছে করোনা আক্রান্ত। ভারতে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা ১৬৮ জন, মৃত ৪। করোনা ভাইরাসকে অতিমারী বলে ঘোষণাও করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO।
advertisement
2/5
এবার করোনা ভাইরাস সম্পর্কিত সব তথ্য জানা যাবে WhatsApp-এ। অভিনব এই পদক্ষেপটি শুরু করেছে মুম্বইয়ের হ্যাপতিক নামে একটি সংস্থা।
advertisement
3/5
এটি টোল ফ্রি হেল্পলাইন নম্বরের মতো। আপনি যা জানতে বা জিজ্ঞাসা করতে চান, সেই প্রশ্নগুলি টাইপ পাঠিয়ে দিন এই নম্বর আর পেয়ে যান উত্তর। উত্তর দেবে WhatsApp-এর চ্যাটবট রোবট।
advertisement
4/5
'করোনাভাইরাস কী?' 'এর উপসর্গ কী কী?' 'করোনা থেকে নিজেকে কীভাবে রক্ষা করবেন?' এই রকম একাধিক প্রশ্নের উত্তর পাওয়া যাবে এই WhatsApp-এ।
advertisement
5/5
WHO-এর ওয়েবসাইট থেকে নেওয়া তথ্যের ভিত্তিতেই উত্তর দেবে এই চ্যাটবট। এর ফলে কোনও ভুল তথ্য বা গুজব ছড়ানোর সম্ভাবনা থাকবে না। এর জন্য সংশ্লিষ্ট বট সিস্টেমের নম্বর সেভ ক্রুন হোয়াটসঅ্যাপে। ভারত- 93213 9877, অ্যামেরিকা 808-369-9528