TRENDING:

লিস্ট, কোট আর কোড; WhatsApp-এ এখন চ্যাট আরও পার্সোনালাইজড, দেখে নিন কীভাবে

Last Updated:
Meta মালিকানাধীন WhatsApp কিন্তু এবার সত্যি সত্যিই চ্যাটের মধ্যে লিস্ট তৈরি করার অপশন দিচ্ছে তার ইউজারদের।
advertisement
1/7
লিস্ট, কোট আর কোড; WhatsApp-এ এখন চ্যাট আরও পার্সোনালাইজড, দেখে নিন কীভাবে
একটা মিম কিছু দিন আগে ইনস্টাগ্রামে বেশ জনপ্রিয় হয়েছিল। সেখানে এক ইউজারকে বলতে শোনা গিয়েছিল যে তিনি তাঁর মুদিখানার জিনিসের লিস্ট তৈরি করেন সঙ্গিনীর WhatsApp চ্যাটে। সঙ্গিনী এখন তাঁকে ব্লক করে দিয়েছেন, ফলে কী কী আনতে হবে, তার সবগুলো মনে না পড়ায় তিনি বেশ মুশকিলে পড়েছেন।
advertisement
2/7
আদতে এটা মিম বই আর কিছু নয়। তবে Meta মালিকানাধীন WhatsApp কিন্তু এবার সত্যি সত্যিই চ্যাটের মধ্যে লিস্ট তৈরি করার অপশন দিচ্ছে তার ইউজারদের। সঙ্গে দিচ্ছে কোট আর কোডের সুবিধাও। কী ভাবে, দেখে নেওয়া যাক এক এক করে।
advertisement
3/7
WhatsApp লিস্টলিস্ট মানেই তার শুরুটা হবে হয় কোনও বুলেট দিয়ে, নয় তো নম্বর দিয়ে। আমরা এখন আমাদের WhatsApp চ্যাটের মধ্যেই এরকম লিস্ট বানিয়ে ফেলতে পারি। যদি বুলেট পছন্দ হয়, তাহলে লেখার শুরুটা করতে হবে একটা ড্যাশ দিয়ে, দিতে হবে একটা স্পেস, যেমন, “- টেক্সট”।
advertisement
4/7
আর যদি নম্বর পছন্দ হয়, তাহলে লেখার শুরুতে সেই নম্বর বসিয়ে একটা ডট দিতে হবে, দিতে হবে একটা স্পেস, যেমন, “1. টেক্সট”। এর পর এন্টার মারলেই আপনাআপনি বুলেট বা পরের নম্বর আসতে থাকবে। কোনও কাজের বা পরিকল্পনার তালিকা বানাতে এই ফিচার বেশ কাজে আসবে সন্দেহ নেই।
advertisement
5/7
WhatsApp কোটলেখার মধ্যে কোনও অংশ বা লেখাটায় জোর দেওয়ার জন্য এই ফিচার কাজে লাগানো যেতে পারে। এক্ষেত্রে লেখার শুরুটা করতে হবে একটা গ্রেটার দ্যান সাইন দিয়ে, দিতে হবে একটা স্পেস, যেমন, “> টেক্সট”। এখানে লেখার শুরুতে একটা মোটা বা বলা ভাল বোল্ড দাঁড়ি চলে আসবে, যা কোটের কাজ করবে।
advertisement
6/7
WhatsApp কোডকোডারদের জন্য এই ফিচার খুবই কাজে আসবে, আসবে কোনও টেকনিক্যাল ইনফরমেশন শেয়ার করার জন্যও। এক্ষেত্রে লেখার শুরুটা করতে হবে একটা ব্যাক টিক দিয়ে, দিতে হবে একটা স্পেস, যেমন, `” `টেক্সট`”। এই ফরম্যাট লেখার স্পেসিং আর অ্যালাইনমেন্ট যেমন ঠিক রাখবে, তেমনই তা কোড এডিটরের লেখার মতো দেখাবে।
advertisement
7/7
অ্যান্ড্রয়েড, আইওএস, ওয়েব, ম্যাক- সব ফরম্যাটেই এই ফিচারগুলো টেস্টিংয়ের পরে এখন পাওয়া যাচ্ছে, দরকার মতো কাজে লাগালেই হল!
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
লিস্ট, কোট আর কোড; WhatsApp-এ এখন চ্যাট আরও পার্সোনালাইজড, দেখে নিন কীভাবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল