ওয়েব এবং মোবাইলে নয়া টেক্সট ফরম্যাটিং শর্টকাট আনছে WhatsApp; কীভাবে তা কাজ করবে?
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
কিন্তু এই নতুন শর্টকাটের মাধ্যমে WhatsApp ব্যবহারকারীরা বুলেটেড লিস্ট, ব্লক কোট, ইনলাইন কোড-সহ আরও নানা নতুন এলিমেন্ট ব্যবহার করতে পারবেন।
advertisement
1/10

ব্যবহারকারীদের সুরক্ষার কথা মাথায় রেখে নতুন নতুন প্রিভেসি বা গোপনীয়তা সংক্রান্ত ফিচার আনার উপর কাজ করে চলেছে WhatsApp। কিন্তু চলতি সপ্তাহে ওই মেসেজিং অ্যাপ নতুন টেক্সট ফরম্যাটিং অপশনের মতো আরও গুরুত্বপূর্ণ জিনিস এনেছে।
advertisement
2/10
WhatsApp চারটি নতুন টেক্সট ফরম্যাটিং শর্টকাটের কথা ঘোষণা করেছে। যা বিদ্যমান বিকল্পগুলির তালিকায় এনেছে নয়া সংযোজন। এমনিতে ব্যবহারকারীরা বোল্ড, ইতালিক স্টাইলে টেক্সট করতে পারবেন, স্ট্রাইকথ্রু অথবা এমনকী মোনোস্পেসও ব্যবহার করতে পারেন। কিন্তু এই নতুন শর্টকাটের মাধ্যমে WhatsApp ব্যবহারকারীরা বুলেটেড লিস্ট, ব্লক কোট, ইনলাইন কোড-সহ আরও নানা নতুন এলিমেন্ট ব্যবহার করতে পারবেন।
advertisement
3/10
মূলত WhatsApp হল একটি মেসেজিং অ্যাপ। কিন্তু সংস্থা অনুভব করেছে যে, যাঁরা এই অ্যাপটি ব্যবহার করেন, তাঁরা চ্যাটিংয়ের বাইরেও আরও নানা কারণে এই অ্যাপ ব্যবহার করে থাকেন। যার কারণে আনা হয়েছিল Myself অ্যাকাউন্টও। সেখানে নিজের জন্য নোট, লিঙ্ক শেয়ার করার পাশাপাশি রিমাইন্ডারও দিতে পারেন WhatsApp ব্যবহারকারীরা।
advertisement
4/10
এদিকে নতুন টেক্সট ফরম্যাটিং অপশন নিয়ে কিছু সময় ধরে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছিল। নিজেদের ডেস্কটপ, অ্যান্ড্রয়েড, আইওএস এমনকী সংশ্লিষ্ট মেসেজিং প্ল্যাটফর্মের ওয়েব ভার্সনেও এটি ব্যবহার করতে পারবেন WhatsApp ব্যবহারকারীরা।
advertisement
5/10
WhatsApp-এর নিউ টেক্সট ফরম্যাটিং অপশন:WhatsApp-এর ঘোষণা করা চারটি বিকল্প নিম্নোক্ত -
advertisement
6/10
বুলেটেড লিস্ট:WhatsApp মেসেজে বুলেট লিস্ট বা পয়েন্ট বানাতে পারবেন ব্যবহারকারীরা। এটা ব্যবহারের জন্য শর্টকাটটি হল ‘-’ প্রতীক চিহ্ন। তারপরে মেসেজটা লিখতে হবে।
advertisement
7/10
নম্বর্ড লিস্ট:নাম থেকেই স্পষ্ট যে, এবার থেকে WhatsApp-এ চ্যাটে নম্বর-সহ পয়েন্টার দেওয়া যাবে। এই কাজের জন্য প্রথমে নম্বর লিখতে হবে। এরপর পিরিয়ড দিয়ে একটি স্পেসবার প্রয়োগ করতে হবে।
advertisement
8/10
ব্লক কোটস:WhatsApp এখন মেসেজিং অ্যাপে পাঠানোর আগে সেটিকে হাইলাইট করার জন্য ব্লক কোট অফার করে। এর জন্য শর্টকাট প্রতীক হল ‘>’। এরপরে স্পেসবারে চাপ দিতে হবে। এবার সেন্ড করার জন্য টেক্সট টাইপ করতে হবে।
advertisement
9/10
ইনলাইন কোড:এই নতুন শর্টকাটের জন্য ‘`’ প্রতীক ব্যবহার করতে হবে। এর মাঝখানে মেসেজ লিখতে হবে।
advertisement
10/10
আগামী কয়েক মাসের মধ্যেই ভারতে বড়সড় নির্বাচন হতে চলেছে। সেই কারণে আগেই দেশে ডিপ ফেক এবং ভুয়ো খবর সংক্রান্ত সমস্যা এড়ানোর জন্য নতুন এক হেল্পলাইনও চালু করেছে WhatsApp।