WhatsApp-এর নতুন ডায়লার ফিচার, আর নম্বর সেভ করার দরকার পড়বে না
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
WhatsApp: Google Play বিটা প্রোগ্রামে ব্যবহারকারীদের জন্য এখনও এই ফিচারটি লঞ্চ করা হয়নি।
advertisement
1/7

WhatsApp একটি নতুন ফিচার নিয়ে পরীক্ষানীরিক্ষা করছে যা ব্যবহারকারীদের ইন-অ্যাপ ডায়লারের মাধ্যমে ভয়েস কল করার সুবিধে দেবে। এই নতুন ফাংশনটি নিয়ে এখনোও পরীক্ষানিরীক্ষার কাজ চলছে, Google Play বিটা প্রোগ্রামে ব্যবহারকারীদের জন্য এখনও এই ফিচারটি লঞ্চ করা হয়নি।
advertisement
2/7
যদিও ডায়লারের সঠিক ফিচার নিয়ে এখনই কোনও স্পষ্ট ধারণা নেই তবে, অনুমান করা হচ্ছে যে, এটি ব্যবহারকারীদের তাঁদের কন্ট্যাক্টে সেভ করা নেই এমন নম্বরেও কল করার সুবিধে দেবে।
advertisement
3/7
অ্যান্ড্রয়েডের জন্য WhatsApp বিটা ভার্সন 2.24.9.28-এ WABetaInfo এই নতুন ডায়লারের ফিচারটি নিয়ে আলোকপাত করেছে। যদিও এই মুহুর্তে এই ফিচারটি বিটা পরীক্ষকদের কাছে উপলব্ধ নয়, তবে ট্র্যাকার যেরকম ইঙ্গিত দিচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে, এটি আসন্ন আপডেটের মধ্যেই উপলব্ধ হবে।
advertisement
4/7
এই ফিচারটি বাস্তবায়িত হলে, এই নতুন ফিচারের মাধ্যমে WhatsApp শুধুমাত্র একটি মেসেজিং প্ল্যাটফর্ম থেকে আরও উন্নততর কলিং সার্ভিসে রূপান্তরিত হতে পারে। সম্ভবত ব্যবহারকারীর সংরক্ষিত কন্ট্যাক্টসের বাইরেও কল করার অনুমতি দেবে এই ফিচার।
advertisement
5/7
এই ফিচারটির একটি স্ক্রিনশট এসেছে, যা এখনও সর্বশেষ বিটা ভার্সনে অ্যাক্টিভ করা হয়নি। এই ডায়লারটি অন্তর্ভুক্ত করার পিছনের কারণ এখনও স্পষ্ট নয়, তবে ব্যবহারকারীরা তাঁদের কন্ট্যাক্টসের ভরসায় না থেকে সহজেই ভয়েস কলের মাধ্যমে ফোন করতে পারবেন।
advertisement
6/7
এই ফিচারটির আরেকটি সম্ভাব্য ব্যবহার হল ব্যবহারকারীদের তাঁদের ফোনে সেভ করা নেই এমন নম্বরেও ফোন করার সুবিধে মিলতে পারে। গত বছর, WhatsApp আরও একটি ফিচার চালু করেছে যা ব্যবহারকারীদের যোগাযোগের বিশদ সেভ না করেই তাদের সঙ্গে চ্যাট করার অনুমতি দিয়েছে। এই নতুন ইন-অ্যাপ ডায়ালারটি সেই ধারণারই সম্প্রসারিত রূপ বলে মনে করছেন অনেকে।
advertisement
7/7
এই নতুন ফিচারটি WhatsApp-এ ব্যবহারকারীর অভিজ্ঞতাকে আরও সহজ করে তুলবে, ওয়ান অফ কলের জন্য এখন আর নম্বর সেভ করার প্রয়োজনীয়তা নেই। WABetaInfo অনুসারে খুব শীঘ্রই এই ফিচার ব্যবহারকারীদের ব্যবহারের জন্য লঞ্চ করা হবে।