অপরিচিতদের সঙ্গেও এবারে চ্যাটিং করার সুযোগ দেবে WhatsApp; কিন্তু কীভাবে?
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
WhatsApp New Feature: যদি কারও অ্যান্ড্রয়েড বিটা ভার্সন ২.২৪.৯.৫ আপডেটে অ্যাক্সেস থাকে, তবে তাঁরা মূল চ্যাট স্ক্রিনে উপলব্ধ নতুন ফোল্ডারটি দেখতে পারেন।
advertisement
1/7

WhatsApp এবারে এমন মানুষদের সঙ্গে সংযোগ করতে সাহায্য করবে যাদের সঙ্গে আমাদের পরিচিতি নেই। শীঘ্রই মেসেজিং অ্যাপে একটি বিকল্প থাকবে যেখানে আমরা সেই সবাইকে দেখতে পাব যাদের কখনও মেসেজ করা হয়নি।
advertisement
2/7
এই সাজেস্টেট কন্ট্যাক্টস নামক নতুন ফিচারটি সর্বশেষ হোয়াটসঅ্যাপ বিটা ভার্সনে দেখা গিয়েছে যেখানে তালিকায় থাকা মানুষদের দেখতে পাবেন ইউজাররা যাঁদের সঙ্গে তাঁরা কখনও অ্যাপে চ্যাট করেননি।
advertisement
3/7
WhatsApp মনে করে যে হয়তো বিদ্যমান পরিচিতিগুলির সঙ্গে ব্যবহারকারীরা অন্যদেরও কানেক্ট করা মিস করছেন এবং তাঁদের মেসেজ করার জন্য তাই WhatsApp সাহায্য করবে। আসন্ন এই ফিচারের বিশদ বিবরণ এই সপ্তাহে WABetaInfo শেয়ার করেছে, এবং যদি কারও অ্যান্ড্রয়েড বিটা ভার্সন ২.২৪.৯.৫ আপডেটে অ্যাক্সেস থাকে, তবে তাঁরা মূল চ্যাট স্ক্রিনে উপলব্ধ নতুন ফোল্ডারটি দেখতে পারেন।
advertisement
4/7
এটি WhatsApp-এর জন্য একটি আকর্ষণীয় সংযোজন এবং আমরা নিশ্চিত নই যে কী কারণে মেসেজিং অ্যাপটি তাদের ব্যবহারকারীদের জন্য এই ফিচারটি নিয়ে এত উৎসাহ দেখাচ্ছে। মেটা-মালিকানাধীন প্ল্যাটফর্মটি আসলে বর্তমানে অন্যান্য অ্যাপের সঙ্গে পাল্লা দিতে ব্যবহারকারীদের আটকে রাখার জন্য নতুন নতুন উপায় খুঁজছে।
advertisement
5/7
অনেক ব্যবহারকারী মনে করছেন যে, WhatsApp-এর আদৌ প্রয়োজন ছিল না এই ধরনের কোনও ফিচার আনার। যাদের সঙ্গে মেসেজে কথা হয় না সেটি ব্যক্তিগত ইচ্ছা। এতে ব্যবহারকারীদের ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয় বলেই মনে করছেন নেটাগরিকদের একাংশ। তবে আবার কেউ কেউ এও স্বীকার করেছেন যে এতে কিছু মানুষের আবার উপকার হলেও হতে পারে।
advertisement
6/7
WhatsApp ভারতে তার ব্যবহারকারীদের জন্য আন্তর্জাতিক ইউপিআই পেমেন্ট সিস্টেম চালু করার বিকল্পটি নিয়ে আপাতত পরীক্ষা-নিরীক্ষা করছে। মেসেজিং অ্যাপটি ইতিমধ্যেই ব্যবহারকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিঙ্ক করে অ্যাপ-মধ্যস্থ ইউপিআই পেমেন্ট সাপোর্ট করে এবং ইউপিআই পিনের মাধ্যমে তা অনুমোদন করে।
advertisement
7/7
কিন্তু বিনামূল্যে ইউপিআই আন্তর্জাতিক অর্থপ্রদানের জন্য এই বিকল্পটি দেওয়া হয়েছে বলে অনেকেই ভাবছেন প্ল্যাটফর্মটিতে আগামী মাসে আরও ব্যবহারকারী আসতে চলেছে।