বদলে যাচ্ছে WhatsApp ! সাদা থেকে কালো হবে এই জনপ্রিয় মেসেঞ্জার
Last Updated:
advertisement
1/6

হোয়াটসঅ্যাপ ব্যবহারের সময় চোখকে শান্ত রাখতে আসছে ডার্ক মোড। নতুন ফিচারে গোটা অ্যাপের ব্যাকগ্রাউন্ড কালো করে রাখা যাবে। নতুন আপডেটে হোয়াটসঅ্যাপে যোগ হয়েছে ডার্ক মোড। আপাতত অ্যানড্রয়েড বিটা ভার্সান এই ফিচার যোগ হয়েছে। (Photo collected)
advertisement
2/6
সম্প্রতি এক রিপোর্টে হোয়াটসঅ্যাপে ডার্ক মোড যোগ হওয়ার খবর সামনে এসেছে। WABetaInfo ওয়েবসাইটে হোয়াটসঅ্যাপ ডার্ক মোডের স্ক্রিন শট প্রকাশিত হয়েছে। এই স্ক্রিন শটে হোয়াটসঅ্যাপ সেটিংস মেনুতে ডার্ক মোড দেখা গিয়েছে।
advertisement
3/6
যেটা দেখা যাচ্ছে তা থেকে এটা স্পষ্ট যে হোয়াটসঅ্যাপ ডার্ক মোডে ব্যবহার হয়েছে গাড়ো ধুসর রঙ, সম্পূর্ণ কালো রঙের বদলে। এর ফলে AMOLED ডিসপ্লেতে হোয়াটসঅ্যাপ ডার্ক মোড ব্যবহারের ব্যাটারি ব্যাক আপে তেমন তফাৎ চোখে পড়বে না। (Photo collected)
advertisement
4/6
এর ফলে দীর্ঘক্ষণ হোয়াটসঅ্যাপ ব্যবহার করলেও চোখের উপরে কম চাপ পড়বে। এখন শুধু মাত্র অ্যানড্রয়েড প্ল্যাটফর্মের জন্যই এই ফিচার নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ।(Photo collected)
advertisement
5/6
এতদিন কালো ওয়ালপেপার ব্যবহার করে শুধুমাত্র চ্যাট উইন্ডো কালো করে রাখা যেত। কনট্যাক্টের ব্যাকগ্রাউন্ড কালো করার কোন উপায় ছিল না। এবার গোটা অ্যাপে ডার্ক মোড যোগ হবে। (Photo collected)
advertisement
6/6
ডার্ক মোড যেমন গ্রাহকের চোখে স্বাস্থ্যের খেয়াল রাখবে একই ভাবে ফোনের ব্যাটারি বাঁচবে ডার্ক মোডে। (Photo collected)