Meta AI Feature: মেসেজের রিপ্লাই বা ফটো এডিটিং... এবার WhatsApp-এ সব করবে Meta AI, দেখুন নয়া ফিচার
- Published by:Teesta Barman
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Meta AI Feature: Meta AIএই নতুন ফিচারটি WABetainfo দ্বারা হোয়াটসঅ্যাপ বিটা ভার্সনে 2.24.14.20 দেখা গিয়েছে এবং শীঘ্রই এই হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে অন্তর্ভুক্ত হতে চলেছে।
advertisement
1/8

হোয়াটসঅ্যাপ একটি নতুন আপডেটে কাজ করছে বলে জানা গিয়েছে। এটি মেটা এআই ব্যবহারকারীদের পাঠানো ফটোর উত্তর দিতে এবং সেগুলি এডিটিংয়ে সহায়তা করবে। এই নতুন ফিচারটি WABetainfo দ্বারা হোয়াটসঅ্যাপ বিটা ভার্সনে 2.24.14.20 দেখা গিয়েছে এবং শীঘ্রই এই হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে অন্তর্ভুক্ত হতে চলেছে।
advertisement
2/8
ওই প্রতিবেদনে বলা হয়েছে যে হোয়াটসঅ্যাপ একটি নতুন চ্যাট বাটন নিয়ে পরীক্ষা করছে যাতে ব্যবহারকারীদের পাঠানো ছবি সরাসরি মেটা এআই-এর সঙ্গে শেয়ার করা যাবে।
advertisement
3/8
মেটা এআই-তে ছবি পাঠানোর পর, ব্যবহারকারীরা চ্যাটবটকে একটি নির্দিষ্ট বস্তুকে আইডেনটিফাই করতে বা এডিট করে দিতে বলতে পারবেন। তাছাড়া, ব্যবহারকারীরা মেটা এআই-কে একটি টেক্সট প্রম্পটের মাধ্যমে একটি ছবিতে পরিবর্তনও করতে বলতে পারবেন।
advertisement
4/8
WABetainfo দ্বারা শেয়ার করা ওই স্ক্রিনশটটি থেকে জানা গিয়েছে যে, হোয়াটসঅ্যাপ এর সাহায্যে ব্যবহারকারীদের তাঁদের ছবির উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ দেবে। কারণ হোয়াটসঅ্যাপ এর সঙ্গে ডিলিটের ফিচারও যোগ করবে।
advertisement
5/8
ইতিমধ্যে, এর আগের WABetainfo রিপোর্টে পরামর্শ দেওয়া হয়েছিল যে, হোয়াটসঅ্যাপ একটি ফিচারের উপর কাজ করছে যাতে ব্যবহারকারীরা মেটা এআই-এর সঙ্গে তাঁদের ফটো শেয়ার করে নিজেদের এআই ছবি তৈরি করতে পারবেন।
advertisement
6/8
মেটা এআই ব্যবহারকারীদের ফটো সেট করা, ফটো অ্যানালিসিস করা ইত্যাদি ফিচার দেবে। ব্যবহারকারীরা মেটা এআই সেটিংসে গিয়ে যে কোনও সময় তাঁদের সেটআপ করা ছবিগুলি ডিলিট করে ফেলতে পারবেন।
advertisement
7/8
মেটা এআই কনভারসেশনে ব্যবহারকারীরা ‘ইমাজিন মি’ প্রম্পটে প্রবেশ করলে এআই জেনারেটরটি চালু হবে। ব্যবহারকারীরা '@Meta AI imagine me' টাইপ করে অন্যান্য কনভারসেশনেও এই ফিচারটি উত্থাপন করার সুযোগ পাবেন। তবে ওই রিপোর্টে আরও জানা গিয়েছে যে, মেটা এআই কনভারসেশনের অন্যান্য মেসেজ পড়তে সক্ষম হবে না এবং ফলস্বরূপ ছবিটি অটোমেটিক প্রসেস হবে।
advertisement
8/8
এই নতুন ফিচারটি ব্যবহারকারীরা ইচ্ছে অনুসারে ব্যবহার করতে পারেন। ব্যবহারকারীরা এই ফিচার ব্যবহার করা শুরু করার আগে নির্দিষ্ট কিছু ফিচারও নির্বাচন করে নিতে পারেন।