WhatsApp New Privacy Feature: হোয়াটসঅ্যাপ আনছে নয়া প্রাইভেসি ফিচার! কবে থেকে চালু হবে নতুন পদ্ধতি?
- Reported by:Trending Desk
- news18 bangla
- Published by:Ananya Chakraborty
Last Updated:
WhatsApp New Privacy Feature: AI চ্যাট প্রসেস করতে Apple-এর মতো প্রিভেসি কম্পিউটিং টেক ব্যবহার করবে WhatsApp; এর অর্থ কী ?
advertisement
1/7

একাধিক এআই ফিচার প্রদান করে WhatsApp। এর সৌজন্যে রয়েছে Meta। কিন্তু ব্যবহারকারীরা ক্লাউড সার্ভারে ডেটা প্রক্রিয়াকরণের পরিকল্পনা নিয়ে চিন্তিত। বর্তমানে কোম্পানিটি আনুষ্ঠানিক ভাবে এআই চ্যাটের জন্য তার গোপনীয়তা পরিকল্পনা নিশ্চিত করেছে এবং ক্লাউডে প্রক্রিয়াকরণের সময়ও ব্যবহারকারীর ডেটা সুরক্ষিত রাখার জন্য Apple-এর মতো সুরক্ষা ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে।
advertisement
2/7
এআই ফিচারের অতিরিক্ত গোপনীয়তা বা অ্যাডিশনাল প্রিভেসির জন্য ব্যবহারকারীরা হামেশাই অন-ডিভাইস প্রসেসিং চান। কিন্তু Apple বিষয়টি বুঝেছে। ক্ষমতা খুবই সীমিত এবং বর্তমানে Meta-ও একই প্রভাব অনুভব করছে। সেই কারণে তারা সিদ্ধান্ত নিয়েছে যে, প্রাইভেট কম্পিউটিং ক্লাউড সিস্টেম তৈরি করা হবে। যা ডেটা নিরাপদে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করে।
advertisement
3/7
ক্লাউডে প্রাইভেট এআই চ্যাট প্রসেস করবে WhatsApp: এটা কীভাবে কাজ করবে? মেটা নতুন এই কম্পিউটিং সিস্টেমের নাম Private Processing দিয়েছে। সংস্থার তরফে বলা হয়েছে যে, এটি এআই টুলগুলিকে ক্লাউডে গোপনে কাজ করার অনুমতি দেবে। আর ব্যবহারকারীদের প্রসেসের সময় নিজেদের ডেটা নিয়ে উদ্বিগ্ন হতে হবে না।
advertisement
4/7
নতুন প্রিভেসি কম্পিউটিং সিস্টেমের মাধ্যমে মেসেজ সামারি এবং রাইটিং সাজেশনের মতো WhatsApp এআই টুলের পরীক্ষা নেওয়া হবে। কিন্তু এটা হল ফিচারের সারসংক্ষেপ। তাই কীভাবে এআই টুলগুলি নিরাপদে কাজ করে, মেটা সেই বিষয়ে ধাপে ধাপে জানানোর সিদ্ধান্ত নিয়েছে।
advertisement
5/7
১. WhatsApp-এ কোনও একটা এআই টুল যখন ব্যবহার করা হয়, তখন মেসেজিং মেটার ক্লাউড সার্ভারে রিক্যুয়েস্ট পাঠায়। ২. একটি প্রকৃত WhatsApp ইউজার এবং ডিভাইস থেকে রিক্যুয়েস্ট আসছে কি না, সেটা নিশ্চিত করে সার্ভার। ৩. মেটা ওই ফিচার রিক্যুয়েস্টকে এনক্রিপ্ট করে। এরপর সেটির নাম-পরিচয় গোপনে রাখে, যাতে WhatsApp কিংবা Meta ব্যবহারকারীকে শনাক্ত করতে না পারে।
advertisement
6/7
৪. ওই চ্যাট এবার চলে যায় সার্ভারের কাছে। যেখানে Private Processing নিজের কাজ করে এবং তা আবার ইউজার অথবা ডিভাইসের কাছে পাঠিয়ে দেয়। ৫. WhatsApp পেরেন্ট কোম্পানি আরও নিশ্চিত করেছে যে, সার্ভারে প্রসেস করা ডেটা যেন রিটেন করা না হয়।
advertisement
7/7
WhatsApp এআই প্রিভেসি টেক: কখন এটি পাওয়া যাবে? এই ফিচার পেতে তেমন কিছুই করতে হবে না WhatsApp ব্যবহারকারীদের। আগামী কয়েক সপ্তাহের মধ্যে তা রোল-আউট করা শুরু হবে। আগেই বলা হয়েছে যে, এআই সামারিজ এবং রাইটিং সাজেশনই প্রথম প্রিভেসি আপগ্রেড পাবে। অন্যান্যরা সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে তা পাবে।