TRENDING:

WhatsApp Account Ban: সাবধান! ব্যান হতে পারে WhatsApp Account, নিয়ম না মানলেই শেষ... ফিরে পেতে কী করবেন জানুন

Last Updated:
WhatsApp Account Ban: অ্যাকাউন্ট রিভিউ করার জন্য সংস্থাকে আবেদন জানানো যায়। এর জন্য অ্যাপ থেকে Request a review-এ ট্যাপ করলেই হবে, আর কিছু করতে হবে না।
advertisement
1/12
সাবধান! ব্যান হতে পারে WhatsApp Account, নিয়ম না মানলে শেষ... ফিরে পেতে কী করবেন
মেসেজিং অ্যাপের জগতে WhatsApp-এর জনপ্রিয়তা সবার চেয়ে বেশি, এ কথা বললে খুব একটা ভুল হবে না। আরও অনেক মেসেজিং অ্যাপ রয়েছে, কিন্তু দেশে হোক বা বিদেশে, ইউজারদের প্রথম পছন্দ WhatsApp।
advertisement
2/12
বিজনেস অ্যাকাউন্ট, চ্যানেল চালু করে ব্যক্তি থেকে সাংগঠনিক স্তরেও এখন অপরিহার্য মেটা অধীনস্থ এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ। সেই জন্যই ইউজারদের সুরক্ষা দিনের পর দিন প্রশ্নের মুখে পড়ছে।
advertisement
3/12
ইউজারদের যাতে অ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা সব সময়েই মসৃণ এবং মধুর হয়, তার জন্য নানা আপডেট নিয়ে ক্রমাগত কাজ করে চলে WhatsApp। কিন্তু বিষয়টি এখানেই সীমিত নয়। অন্য ইউজারদের যাতে অসুবিধার মুখে পড়তে না হয়, তার জন্য বেশ কিছু অ্যাকাউন্ট ব্যানও করে থাকে এই সংস্থা।
advertisement
4/12
সম্প্রতি প্রকাশিত এক মাসিক প্রতিবেদনেই যেমন WhatsApp জানিয়েছে যে তারা বিপুলসংখ্যক ভারতীয় অ্যাকাউন্ট ব্যান করে দিয়েছে। দরকার পড়লে ভবিষ্যতেও যে এই কাজ করতে পিছ-পা হবে না, সে কথাও জানানো হয়েছে সংস্থার তরফে স্পষ্ট ভাবে।
advertisement
5/12
অনেকেই জানতে চাইতে পারেন, কেন একটি অ্যাকাউন্ট WhatsApp ব্যান করে দেয়। এক্ষেত্রে যে কেউ চাইলে Acceptable Use of Our Services সেকশনে গিয়ে WhatsApp ব্যবহারের যাবতীয় শর্তাবলী দেখে নিতে পারেন।
advertisement
6/12
সহজ করে বললে ইউজারের কার্যকলাপ যদি অন্যদের অসুবিধা সৃষ্টি করে বা ভয়েরও কারণ হয়ে দাঁড়ায়, তাহলে সেই অ্যাকাউন্ট WhatsApp ব্যবহারের শর্তাবলী লঙ্ঘন করে।
advertisement
7/12
এই কার্যকলাপের মধ্যে এক দিকে যেমন রয়েছে সন্ত্রাসবাদ, নগ্নতা, প্ররোচণামূলক মন্তব্য, তেমনই অন্য দিকে রয়েছে স্প্যাম, স্ক্যামের মতো মেসেজও। আবার, আনঅফিসিয়াল অ্যাকাউন্ট ব্যবহার করলেও তা ব্যান করা হতে পারে।
advertisement
8/12
অনেকেই তাই WhatsApp খুলতে গিয়ে Temporarily banned ইন-অ্যাপ মেসেজ দেখতে পারেন। অনেকে এই ইন-অ্যাপ মেসেজও পেতে পারেন- This account is not allowed to use WhatsApp।
advertisement
9/12
এরকম হলে অ্যাকাউন্ট রিভিউ করার জন্য সংস্থাকে আবেদন জানানো যায়। এর জন্য অ্যাপ থেকে Request a review-এ ট্যাপ করলেই হবে, আর কিছু করতে হবে না।
advertisement
10/12
পরের ধাপে WhatsApp সেই অ্যাকাউন্টের কার্যকলাপ খুঁটিয়ে দেখবে, রিভিউ শেষ হলে অ্যাকাউন্ট আবার ব্যবহারের জন্য খুলে দেবে।
advertisement
11/12
মনে রাখা দরকার- একটার বেশি নম্বর রিভিউ করা যাবে না। সেই সঙ্গে বার বার রিভইউয়ের আবেদন পাঠালে যে কাজ তাড়াতাড়ি হবে, এটাও মনে করার কারণ নেই।
advertisement
12/12
এই ব্যাপারে WhatsApp তার নিয়ম এবং মেয়াদ মেনে কাজ করবে। ফলে, অ্যাকাউন্ট ফিরে পেতে কিছুটা হলেও সময় লাগবে, তার জন্য অপেক্ষা করতে হবে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
WhatsApp Account Ban: সাবধান! ব্যান হতে পারে WhatsApp Account, নিয়ম না মানলেই শেষ... ফিরে পেতে কী করবেন জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল