TRENDING:

Tips and Tricks: স্মার্টফোন জলে পড়লে, অথবা স্মার্টফোনে অনেকটা জল পড়লে সঙ্গে সঙ্গে কী করতে হয়? ৯৯% মানুষ জানেন না

Last Updated:
Smartphone: জল ঢোকার সঙ্গে সঙ্গে ফোনটা বন্ধ করে ফেলতে হবে। ফোন চালু থাকলে শর্ট সার্কিট হয়ে ভেতরের কিছু অংশ নষ্ট হয়ে যেতে পারে। তাই ফোন জল থেকে তুলে আগেই সেটা সুইচড অফ করে দিন।
advertisement
1/6
স্মার্টফোন জলে পড়লে, অথবা স্মার্টফোনে অনেকটা জল পড়লে সঙ্গে সঙ্গে কী করতে হয়?
হাত থেকে স্মার্টফোন পড়ে যাওয়া খুবই স্বাভাবিক ব্যাপার। স্মার্টফোন হাত থেকে পড়লে তাতে সমস্যা হয় বটে! মেঝেথে ফোন আছাড় খেলে তার ভিতরের যন্ত্রাংশের ক্ষতি হতে পারে। তবে তার থেকেও বেশি সমস্যা হতে পারে স্মার্টফোনে জল ঢুকলে, বা ফোন জলে পড়লে।
advertisement
2/6
এখন প্রশ্ন হল, ফোন জলে পড়লে বা ফোনে অনেকটা জল পড়লে সঙ্গে সঙ্গে কী করতে হয়! আজ এই প্রতিবেদনে সেটাই বলব আপনাদের।
advertisement
3/6
জল ঢোকার সঙ্গে সঙ্গে ফোনটা বন্ধ করে ফেলতে হবে। ফোন চালু থাকলে শর্ট সার্কিট হয়ে ভেতরের কিছু অংশ নষ্ট হয়ে যেতে পারে। তাই ফোন জল থেকে তুলে আগেই সেটা সুইচড অফ করে দিন।
advertisement
4/6
এর পর ফোন থেকে ব্যাটারি, সিম কার্ড, এবং মেমরি কার্ড খুলে ফেলুন। ফোনটা সাবধানে ধরে জল বের করে নিন। এক্ষেত্রে চার্জিং পোর্ট নিচের দিকে রাখুন। তার পর হালকা করে ঝাঁকিয়ে জল বের করার চেষ্টা করুন।
advertisement
5/6
এর পর একটা কায়দা অবলম্বন করতে পারেন। একটি পাত্রে কিছুটা চাল নিন। তার পর ফোন তাতে ডুবিয়ে দিন। চাল ফোনের ভেতরের আর্দ্রতা শুষে নিতে পারে। অন্তত ২৪-৪৮ ঘণ্টা ফোনটি চালের মধ্যে রাখুন। কোনওভাবেই ফোন অন করার জন্য তাড়াহুড়ো করবেন না।
advertisement
6/6
ফোন দ্রুত চালু করার চেষ্টা করলে ভেতরের আর্দ্রতা সার্কিট এবং অন্যান্য উপাদানের ক্ষতি করতে পারে। ফোনটি ভেজা অবস্থায় কখনোই চার্জ দেবেন না। হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না। 
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Tips and Tricks: স্মার্টফোন জলে পড়লে, অথবা স্মার্টফোনে অনেকটা জল পড়লে সঙ্গে সঙ্গে কী করতে হয়? ৯৯% মানুষ জানেন না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল