TRENDING:

Chatgpt : 'একদিনের জন্য মানুষ হলে কী করবে?', এআই-কে প্রশ্ন করলেন এক যুবক! যে উত্তরটা এল, শুনল আপনিও অবাক হয়ে যাবেন

Last Updated:
Chatgpt : চ্যাটজিপিটির ব্যবহার যে হারে বেড়েছে তা নজর এড়ায়নি অনেকেরই। এবার চ্যাটজিপিটির সঙ্গে এক ইউজারের কথোপকথন প্রকাশ্যে এসেছে। এক যুবক প্রশ্ন করেছেন, “একদিনের জন্য মানুষ হলে কী করবে?” উত্তরে চ্যাটজিপিটি যা জানিয়েছে, তা ইতিমধ্যেই ভাইরাল।
advertisement
1/6
'একদিনের জন্য মানুষ হলে কী করবে?', এআই-কে প্রশ্ন করলেন এক যুবক! যে উত্তরটা এল
AI বা Artificial Intelligence. এই ব্যাপারে এখন সারা দুনিয়ায় ভীতির শেষ নেই। অনেকেই বলছেন, এআই আদতে মানুষের চাকরির বাজারে বড়সড় প্রভাব ফেলবে। অনেকে আবার বলছেন, এমন কিছু আদতে হবে না।
advertisement
2/6
২০২৬ সালে দাঁড়িয়ে বলাই যায়, এআই প্রযুক্তি ক্ষেত্রে ভবিষ্যৎ। ইতিমধ্যে চিকিৎসা, বিজ্ঞান-সহ বিভিন্ন ক্ষেত্রে এআই-এর ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে।
advertisement
3/6
চ্যাটজিপিটির ব্যবহার যে হারে বেড়েছে তা নজর এড়ায়নি অনেকেরই। এবার চ্যাটজিপিটির সঙ্গে এক ইউজারের কথোপকথন প্রকাশ্যে এসেছে। এক যুবক প্রশ্ন করেছেন, “একদিনের জন্য মানুষ হলে কী করবে?” উত্তরে চ্যাটজিপিটি যা জানিয়েছে, তা ইতিমধ্যেই ভাইরাল।
advertisement
4/6
চ্যাটজিপিটির উত্তরে চমকে দিয়েছিল সেই যুবককে। এমনকী চ্যাটজিপিটির সেই উত্তর অনেক মানুষকেই অবাক করেছে। চ্যাটজিপিটি বলেছে, একদিনের জন্য মানুষ হলে অভিনব কিছু করব। পিৎজা খাওয়া বা বিশ্ব ভ্রমণের মতাো সাধারণ কিছু করতে চাই না।
advertisement
5/6
ChatGPT আরও বলেছে, আমি চাই হালকা বাতাস আমার গা ছুঁয়ে যাক। আমি শরীরে সোনালী রোদ মাখতে চাই। অনেকের কাছে কান্না ওষুধের মতো। আমিও মানুষের মতো একটু কাঁদতে চাই।
advertisement
6/6
চ্যাটজিপিটি আরও বলেছে, আমি মানুষের মতো ভুল করতে চাই। নির্ভুল জীবন বরফের মতো। আমিও প্রেমের অনুভূতি পেতে চাই। নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়ে দেখতে চাই। আমি সুন্দর কি না তা নয়, দেখতে চাই আমি সত্যি দয়ালু কি না! আমি মানবজীবনের কঠিন বাস্তবগুলো নিয়ে বাঁচতে চাই।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Chatgpt : 'একদিনের জন্য মানুষ হলে কী করবে?', এআই-কে প্রশ্ন করলেন এক যুবক! যে উত্তরটা এল, শুনল আপনিও অবাক হয়ে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল