টিভি কত দূর থেকে দেখা উচিত? ২৪,৩২, ৪৩ ইঞ্চির জন্য আলাদা আলাদা নিয়ম
- Published by:Suman Majumder
Last Updated:
How Far Away Should The TV Screen Be From Your Eyes : আপনার বাড়ির টিভি যদি ২৪ ইঞ্চির হয়, তা হলে অন্তত ৩ ফিট দূর থেকে দেখুন। খুব বেশি দূর থেকেও টিভি দেখা উচিত নয়। ২৪ ইঞ্চি টিভি হলে ৫ ফিট দূরত্বের বেশি থেকে দেখবেন না।
advertisement
1/7

স্মার্টফোন আসার পর থেকে অনেকেই টিভি দেখা ছেড়ে দিয়েছেন প্রায়। তবে এখনও অনেক বাড়িতে টিভি দেখা হয় নিয়ম করে। যদিও অনেকেই জানেন না, ঠিক কতটা দূর থেকে টিভি দেখা উচিত!
advertisement
2/7
আপনার বাড়ির টিভি যদি ২৪ ইঞ্চির হয়, তা হলে অন্তত ৩ ফিট দূর থেকে দেখুন। খুব বেশি দূর থেকেও টিভি দেখা উচিত নয়। ২৪ ইঞ্চি টিভি হলে ৫ ফিট দূরত্বের বেশি থেকে দেখবেন না।
advertisement
3/7
৩২ ইঞ্চি টিভি হলে ৬-৭ ফিট দূরত্ব থেকে দেখা উচিত। এতে টিভি থেকে বেরনো আলোয় আপনার চোখের কোনও ক্ষতি হবে না।
advertisement
4/7
৪৩ ইঞ্চি টিভি হলে ৬ থেকে ৮ ফিট দূরত্ব থেকে দেখা উচিত। মনে রাখবেন, আমরা HD ও Full HD টিভির হিসেবে এই প্রতিবেদন লিখছি।
advertisement
5/7
৫০ ইঞ্চি টিভি হলে অন্ততপক্ষে ১০ ফিট দূরত্ব রাখা উচিত। এই টিভি ১২ ফিটের বেশি দূরত্ব থেকে দেখবেন না।
advertisement
6/7
৬০ ইঞ্চি টিভি হলে দূরত্ব রাখতে হবে কমপক্ষে ৯ থেকে ১০ ফিট। অনেকে অবশ্য এর থেকে কম দূরত্ব থেকে টিভি দেখেন। তাতে কিন্তু চোখের ক্ষতি হতে পারে।
advertisement
7/7
প্লাজমা টিভির ক্ষেত্রে নিয়ম কিন্তু আলাদা। সেক্ষেত্রে আপনার টিভির থেকে দূরত্ব হতে হবে কিছুটা বেশি। এক্ষেত্রে প্লাজমার সাইজ-এর উপর দূরত্ব নির্ভর করবে। এইচডি বা ফুল এইচডি টিভির হিসেবের থেকে এক ফিট বাড়িয়ে নিতে পারেন টিভির সঙ্গে দূরত্ব।