TRENDING:

ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে? জেনে নিন জলদি কী করবেন

Last Updated:
advertisement
1/7
ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে? জেনে নিন জলদি কী করবেন
আপনার কি ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিযেছে? অ্যাকাউন্টে ঢুকতেই পারছেন না? নাকি বুঝতেই পারছেন না আদপেও হ্যাক হয়েছে কিনা? ঘাবড়াবেন না৷ সব কিছুতেই অ্যাকাউন্ট সেভ করার উপায় রয়েছে৷ জেনে নিন উপায়৷
advertisement
2/7
প্রথমেই বুঝে নিতে হবে সত্যিই আপনার অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে কিনা৷ অ্যাকাউন্টে লগ ইন করে উপরের নীল প্যানালের কোনায় থাকা অ্যারোতে ক্লিক করে মেনু থেকে সেটিংস সিলেক্ট করুন৷ এবার সিকিউরিটি অ্যান্ড লগিন ক্লিক করলেই দেখতে পারেন কোন কোন সিস্টেম থেকে আপনার অ্যাকাউন্ট অ্যাকসেস করা হয়েছে৷ যদি কোনও সিস্টেম থেকে নিজে অ্যাকসেস করে না থাকেন তাহলেই সতর্ক হয়ে যান৷
advertisement
3/7
আপনি অ্যাকাউন্টে ঢুকতে পেরেছেন মানে হ্যাকার এখনও পাসওয়ার্ড চেঞ্জ করেনি৷ এক্ষেত্রে সেটিংস থেকে সিকিউরিটি অ্যান্ড লগিন-এ গিয়ে নীচে লগিন অপশন পাবেন৷ এবার চেঞ্জ পাসওয়ার্ড অপশনে ক্লিক করে পাসওয়ার্ড বদলে নিতে পারেন৷
advertisement
4/7
যদি হ্যাকার পাসওয়ার্ড বদলে দিয়ে থাকে আর আপনি লগিন করতে না পারেন তাহলে সাহায্য নিন ফরগট পাসওয়ার্ড অপশনের৷ ফেসবুক অমেল ভেরিফিকেশনের মাধ্যমে আপনার অ্যাকাউন্ট খুঁজে পেলে রিসেট পাসওয়ার্ডের সাহায্যে নতুন পাসওয়ার্ড সেট করুন৷
advertisement
5/7
যদি হ্যাকার শুধুই হ্যাক করে থেমে না থাকে, আপনার ফ্রেন্ডলিস্টের সদস্যদের স্প্যাম, ভিডিও পাঠাতে থাকে তাহলে অবশ্যই রিপোর্ট কম্প্রোমাইজড অ্যাকাউন্ট অপশনের সাহায্য নিন৷
advertisement
6/7
অনেক সময় আমাদের নিজেদের অসাবধানতাবশতই অ্যাকাউন্ট হ্যাকড হয়৷ কোনও কোনও ক্ষতিকারক অ্যাপ্লিকেশনের মাধ্যমে নিজেরাই অ্যাকসেস দিয়ে রাখি৷ তাই সেটিংস-এ গিয়ে অ্যাপস অ্যান্ড ওয়েবসাইটস ক্লিক করুন৷ অ্যাক্টিভ অ্যাপস-এ লিস্টে গিয়ে চেকমার্ক করে রিমুভ করে দিন ক্ষতিকারক অ্যাপ৷
advertisement
7/7
সবশেষে জেনে রাখুন নিজের সুরক্ষা নিজের হাতেই৷ সেটিংস-এ গিয়ে প্রাইভেসি সেটিংস অপশন ক্লিক করে নিজের অ্যাকাউন্টের প্রাইভেসি বাড়িয়ে নিন৷
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে? জেনে নিন জলদি কী করবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল