ড্রাইভিংয়ের সময় হঠাৎ পুরো ব্রেক ফেল! কীভাবে গাড়ি থামিয়ে প্রাণে বাঁচবেন? জেনে নিন উপায়
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
What To Do If Your Car Brakes Fail While Driving:গাড়ি চালাতে গিয়ে অনেক সময়তেই নানরকম সমস্যার মুখোমুখি হতে হয় অনেককেইষ কিন্তু গাড়ি চালানোর সময় হঠাৎ করে যগি ব্রেক ফেল হয় তাহলে আপনি কী করবেন? কীভাবে থামাবেন গাড়ি? জেনে নিন উপায়।
advertisement
1/7

গাড়ি চালাতে গিয়ে অনেক সময়তেই নানরকম সমস্যার মুখোমুখি হতে হয় অনেককেইষ কিন্তু গাড়ি চালানোর সময় হঠাৎ করে যগি ব্রেক ফেল হয় তাহলে আপনি কী করবেন? কীভাবে থামাবেন গাড়ি? জেনে নিন উপায়।
advertisement
2/7
গাড়ি চালানো র সময় ব্রেক ফেল হলে রাস্তায় অন্যান্য় গাড়িকে ঘন ঘন হর্ন দিয়ে অ্যালার্ট করতে হবে। যাতে সকলের সঙ্গে একটা নিরাপদ দূরত্ব বজায় রেখে আপনি গাড়ি চালাতা পারেন। এর ফলে দুর্ঘটনা সহজে ঘটবে না।
advertisement
3/7
একই সঙ্গে লো গিয়ারে চালাতে হবে। যার ফলে গাড়ি গতি কমে আসবে এবং গাড়ি থামাতে সুবিধা হবে। ব্রেক ফেল থাকলেও ক্রমাগত ব্রেক প্যাডেল কষতে থাকুন। কাজ না করলেও ব্রেক কষার চেষ্টা চালিয়ে যেতে হবে।
advertisement
4/7
ব্রেক প্যাডেল এক টানা প্রেস থাকলে প্যাডেলের উপর সামান্য চাপ তৈরি হবে, এর ফলে আপনার গাড়ির গতি কমে যেতে পারে। ব্রেক প্যাডেল প্রেস করার সময় গাড়িটিকে যেকোনো নিরাপদ স্থানে নিয়ে যেতে হবে।
advertisement
5/7
আপনার হ্যান্ডব্রেক ধীরে ধীরে ব্যবহার করুন। এতে গাড়ির গতি কমে আসবে। গাড়িতে যদি স্পিড ব্রেক থাকে তাহলে সেটি ধীরে ধীরে প্রেস করুন। গাড়ির গতি এর ফলে অনেকটাই কমে যাবে।
advertisement
6/7
এছাড়া আশাপাশে কোনও বালি বা মাটির রাস্তায় গাড়ি নিয়ে যেতে পারলে সবথেকে ভাল হয়। সেখানেও প্যাডেল ব্রেক ও হ্যান্ড ব্রেক কষলে গাড়ির গতিবেগ অনেক কমে যাবে। একেবারে কম গতি হওয়ার যাওয়ার পর কোনও জায়গা বা গাছে গাড়ি আস্তে করে লাগিয়ে দাঁড় করিয়ে দিতে হবে।
advertisement
7/7
সবথেকে বড় বিষয় হল গাড়ি চালানোর সময় ব্রেক ফেল করলে মাথা ঠান্ডা রাখতে হবে। ঠান্ডা মাথায় ভেবে সিদ্ধান্ত নিতে হবে কী কী করণীয়। এছাড়া গাড়ির মেইনটেনেন্স সঠিকভাবে করলে ব্রেক ফেল হওয়ার সম্ভাবনা থাকবে না।