Break Fail: গাড়ি চলতে চলতে হঠাত্ ব্রেক ফেল? ঘাবড়াবেন না, এই ৬ টি উপায় মনে রাখুন, কয়েক সেকেন্ডে থামবে
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Car Break Fail Tips: গাড়ির ব্রেক ফেলের পরিস্থিতি কাম্য নয়। তবে, না চাইলেও অনেক সময় ব্রেক ফেল করে যায় গাড়ির বা বাইকের। ব্রেক ফের থেকে মারাত্মক প্রাণঘাতী দুর্ঘটনাও হতে পারে। তাই জেনে নিন চলন্ত গাড়িতে হঠাত্ ব্রেক ফেল হলে কী করা উচিত? জেনে নিন
advertisement
1/7

গাড়ি বা বাইক চালানোর সময় মন শান্ত থাকা খুবই গুরুত্বপূর্ণ। এতে সম্ভাব্য যেকোনও দুর্ঘটনা এড়ানো সম্ভব। কিন্তু অনেক সময় এমন পরিস্থিতি তৈরি হয়, যখন গাড়ির ব্রেক কাজই করে না। চলন্ত গাড়িতে হঠাত্ ব্রেক ফেলের মতো মারাত্মক পরিস্থিতিতে ঠিক কী করা উচিত?
advertisement
2/7
গাড়ির ব্রেক ফেলের পরিস্থিতি কাম্য নয়। তবে, না চাইলেও অনেক সময় ব্রেক ফেল করে যায় গাড়ির বা বাইকের। ব্রেক ফের থেকে মারাত্মক প্রাণঘাতী দুর্ঘটনাও হতে পারে। তাই জেনে নিন চলন্ত গাড়িতে হঠাত্ ব্রেক ফেল হলে কী করা উচিত? জেনে নিন
advertisement
3/7
এক্সিলারেটর এবং ক্লাচ চাপবেন না: প্রথমেই ঘাবড়াবেন না। মস্তিস্ক স্থির রাখুন। গাড়ির ব্রেক ফেইল হওয়ার সঙ্গে সঙ্গে প্রথমে আপনার পা এক্সিলারেটর থেকে নামিয়ে নিন। এতে গাড়ির গতি কমে যাবে। এছাড়াও ক্লাচ টিপবেন না।
advertisement
4/7
গিয়ার চেঞ্জ করুন: দ্বিতীয় কাজটি করতে হবে যে গাড়িটিকে প্রথম গিয়ারে আনতে হবে। গিয়ার পরিবর্তন করার সময় আপনাকে ক্লাচ চাপাতে হবে না। গাড়িটি প্রথম গিয়ারে আসার সঙ্গে সঙ্গে ইঞ্জিনে লোড পড়বে। ফলে গতি কমতে শুরু করবে।
advertisement
5/7
ব্রেক প্যাডেল চাপতে থাকুন: ব্রেক ফেইলিউরের পরেও বারবার ব্রেক প্যাডেল চাপতে থাকুন। অনেক সময় ব্রেক আটকে যায়। যদি এটি হয়ে থাকে তবে আবার কাজ করতে শুরু করবে।
advertisement
6/7
হর্ন বাজিয়ে লাইট জ্বালিয়ে দিন: ব্রেক ফেইলিউরের পর, সামনের যানবাহনগুলিকে সতর্ক করাও জরুরি। এমন অবস্থায় একটানা হর্ন বাজান। এছাড়াও গাড়ির হেডলাইট চালু করুন এবং ইমার্জেন্সি লাইটের সুইচ অন করুন। লক্ষ্য রাখুন যাতে গাড়ি ধাক্কা না খায়।
advertisement
7/7
গাড়িটি ফাঁকা জায়গায় নিয়ে যান: গাড়িটিকে কোনও ফাঁকা জায়গায় নিয়ে যান। লক্ষ্য রাখবেন রাস্তা যেন সমান্তরাল হয়। তা না হলে গাড়ি উল্টে যেতে পারে।