TRENDING:

WhatsApp-এর এই রিং খুবই উপকারী, যা যা জানতে চাইবেন, তা নিমেষেই বলে দেবে এই ফিচারটি

Last Updated:
এই ফিচারটি WhatsApp-এর মূল সংস্থা মেটা তৈরি করেছে এবং এটি মূলত ব্যবহারকারীদের সাহায্য করার জন্যই তৈরি করা হয়েছে।
advertisement
1/6
WhatsApp-এর এই রিং খুবই উপকারী, যা যা জানতে চাইবেন, তা নিমেষেই বলে দেবে এই ফিচার
অনেকে নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে, সম্প্রতি WhatsApp-এ একটি নতুন নীল রঙের রিং দেখা দিতে শুরু করেছে। এটি কিন্তু কোনও নতুন গেম নয়, WhatsApp-এর একটি নতুন এআই ফিচার। এই বৈশিষ্ট্যটির সাহায্যে ইউজাররা যে কোনও প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন এবং WhatsApp কয়েক সেকেন্ডের মধ্যেই সেই উত্তর দিয়ে দেবে। এই ফিচারটি WhatsApp-এর মূল সংস্থা মেটা তৈরি করেছে এবং এটি মূলত ব্যবহারকারীদের সাহায্য করার জন্যই তৈরি করা হয়েছে।
advertisement
2/6
প্রয়োজনীয় ফিচার:WhatsApp-এর এই রিং ফিচারটি খুবই উপকারী। এটি দৈনন্দিন জীবনে খুব প্রয়োজনীয় হতে পারে। কেউ যদি কোনও বিষয়ে জানতে চান, তাহলে এই ফিচারটি ব্যবহার করতে পারেন। এই ফিচারটি ব্যবহার করে ইউজাররা যে কোনও বিষয় সম্পর্কে তথ্য পেতে পারেন।
advertisement
3/6
এছাড়াও ইমেজ তৈরি করতে পারে:WhatsApp-এর এই মেটা এআই ফিচারটি কেবল WhatsApp-এ নয়, এটি ইনস্টাগ্রাম এবং ফেসবুকেও চালু করা হয়েছে। এটি একটি চ্যাটবট ফিচার, যা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI)-এর সাহায্যে কাজ করে। ইউজাররা এটি দিয়ে ছবিও তৈরি করতে পারবেন।
advertisement
4/6
কোথায় এই রিং ফিচারটি পাওয়া যাচ্ছে:এই ফিচারটি মেটা এআই নামে পরিচিত। এই রিং বৈশিষ্ট্যটি শুধুমাত্র WhatsApp-এর হোম স্ক্রিনে পাওয়া যাচ্ছে। এই ফিচারটি হোম স্ক্রিনের চ্যাট আইকনের ঠিক উপরেই রয়েছে। এটি দেখতে একটি নীল গোলকের মতো। এতে ক্লিক করলে একটি নতুন স্ক্রিন খুলে যাবে। যেখানে মেটা এআই-এর সঙ্গে কথা বলা যাবে।
advertisement
5/6
এই ফিচারটি কীভাবে কাজ করবে:ইউজাররা যে কোনও চ্যাটে এই নীল রিং ট্যাগ করে Meta AI-এর সঙ্গে কথা বলতে পারেন। ইউজারদের শুধু সেই শব্দ টাইপ করতে হবে বা মাইকে ক্লিক করে কথা বলতে হবে। ইউজাররা সেই প্রশ্ন জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে WhatsApp কয়েক সেকেন্ডের মধ্যেই সেই উত্তর দিয়ে দেবে। এটা খুব সহজ এবং মজার বিষয়।
advertisement
6/6
এই ফিচারের সুবিধা:কোনও কিছুর জন্য আর গুগলে সার্চ করতে হবে না। এই ফিচারটি খুবই সহজ, ইউজারদের শুধু নিজেদের প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে। এই ফিচারটি অনেক ভাষায় পাওয়া যাচ্ছে। নিজেদের বাড়ির কাছাকাছি ভাল রেস্তোরাঁর নাম কিংবা সর্বাধিক পছন্দের সিনেমাগুলির বিষয়ে এখানে জিজ্ঞাসা করা যেতে পারে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
WhatsApp-এর এই রিং খুবই উপকারী, যা যা জানতে চাইবেন, তা নিমেষেই বলে দেবে এই ফিচারটি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল