১ টন, ১.৫ টন, ২ টন...! AC তে 'Ton' শব্দের মানে কী বলুন তো? বেশিরভাগ মানুষই ভাবেন ওজন! এসি কেনার আগে জানা জরুরি
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
What is Ton in AC: কত টন এসি কিনবেন তা নিয়ে মানুষ বেশিরভাগ সময়ই থাকেন বিভ্রান্ত। অনেকেই বুঝতে পারেন না কোন টনের এয়ার কন্ডিশনার তাঁর বাড়িরই জন্য সঠিক। আদৌ AC তে টন এর অর্থই বা কী? জানেন না অনেকেই।
advertisement
1/10

কত টন এসি কিনবেন তা নিয়ে মানুষ বেশিরভাগ সময়ই থাকেন বিভ্রান্ত। অনেকেই বুঝতে পারেন না কোন টনের এয়ার কন্ডিশনার তাঁর বাড়িরই জন্য সঠিক। আদৌ AC তে টন এর অর্থই বা কী? জানেন না অনেকেই।
advertisement
2/10
আপনিও যদি এই টন এর অর্থ না জানেন, তাহলে চিন্তার কিছু নেই। আপনাকে এটি সম্পর্কে আসল তথ্যগুলি জানিয়েই আজ এই প্রতিবেদন। যা আপনার চোখ খুলে দেবে।
advertisement
3/10
ঘরের জন্য সেরা এসি: আর কয়েকদিনের মধ্যেই হুড়মুড়িয়ে শুরু হয়ে যাবে গরমকাল। আর গ্রীষ্মকালে অসহ্য দাবদাহ থেকে বাঁচতে আপনাকে ঠাঁই নিতে হবে এসির নীচে বা ফ্যানের তলায়।
advertisement
4/10
কিন্তু দিন দিন গরম মাত্রা ছাড়াচ্ছে। এই পরিস্থিতিতে, অনেক মানুষই নতুন করে এয়ার কন্ডিশনার (এসি) কেনার কথা ভাবছে। কিন্তু, যখনই মানুষ এসি কিনতে যান, তখন তাঁরা ১ টন, ১.৫ টন বা ২ টনের মতো শব্দগুলির সঙ্গে পরিচিত হন। কিন্তু তার আসল অর্থ কী সবাই জানেন?
advertisement
5/10
প্রায়শই সম্যক ধারণা না থাকায় কত টন এসি কিনবেন তা নিয়ে মানুষ বিভ্রান্ত থাকেন। কেউ ভাবেন টন মানে হয়ত ওজন। কিন্তু তা কি সত্যি? আসুন এই সম্পর্কে জেনে নিই আসল সত্যিটা।
advertisement
6/10
এসি-তে 'টন' বলতে এর ওজন নয়, বরং এর শীতল করার ক্ষমতা বোঝায়। অনেকেই মনে করেন যে টন মানে একটি এসির ওজন। কিন্তু ব্যাপারটা তা নয়। টন আপনাকে বলে দেয় যে একটি এসি এক ঘণ্টায় একটি ঘর থেকে কতটা তাপ সরিয়ে ফেলতে পারে।
advertisement
7/10
তাপ পরিমাপ করা হয় BTU (ব্রিটিশ থার্মাল ইউনিট) তে। ১ টন ক্ষমতার একটি এসি এক ঘণ্টায় একটি ঘর থেকে ১২,০০০ বিটিইউ তাপ অপসারণ করতে পারে। অন্যদিকে, একটি ১.৫ টনের এসি এক ঘণ্টায় একটি ঘর থেকে ১৮,০০০ বিটিইউ তাপ অপসারণ করতে পারে।
advertisement
8/10
আবার একটি ২ টনের এসি এক ঘণ্টায় একটি ঘর থেকে ২৪,০০০ বিটিইউ তাপ অপসারণ করতে পারে। অর্থাৎ, টন যত বেশি হবে, এসি তত দ্রুত ঘর ঠান্ডা করতে পারবে।
advertisement
9/10
কী করে বুঝবেন আপনার কত টনের এসি কিনতে হবে? কত টন এসি কিনবেন তা নির্ভর করে ঘরটি কত বড় তার উপর। ঘর যত বড় হবে, তত বেশি টনেজের এসি কেনা উচিত।
advertisement
10/10
সাধারণত ১০০-১৩০ বর্গফুট ঘরের জন্য আপনি ১ টনের এসি কিনতে পারেন। ১৩০-২০০ বর্গফুটের ঘরের জন্য, ১.৫ টনের এসি ভাল হতে পারে। অন্যদিকে, ২ টন এসি ২৫০-৩৫০ বর্গফুট ঘরের জন্য ভাল বলে মনে করেন বিশেষজ্ঞরা।