Bikers: বাইকে 'এমন' পতাকা লাগান অনেকে, কারণটা কী? 'ওম মণি পদ্মে হুম' লেখার মানে কী?
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Bikers: বাইকে বা গাড়িতে এই পতাকা শক্তি, শান্তি ও সমবেদনার প্রতীক। বাইকাররা মন করেন, এই পতাকা বাইকে থাকলে পবিত্রতা, সদিচ্ছা ও প্রার্থনা বাতাসে ছড়িয়ে পড়ে।
advertisement
1/6

অনেকেই বাইকে বা গাড়িতে টিবেটিয়ান ফ্ল্যাগ লাগান। তবে বহু মানুষ আসলে জানেনই না, কেন এই পতাকা লাগানো হয় বিশেষ এক কারণে। অনেকেই স্রেফ দেখতে ভাল লাগে বলে লাগিয়ে ফেলেন। এই পতাকায় অনেকগুলি রঙ দেখা যায়।
advertisement
2/6
এই পতাকায় লেখা থাকে- 'ওম মণি পদ্মে হাম' বা 'Om Ma Ni Padme Hum'। বৌদ্ধ ধর্মে এই পতাকা ও পতাকায় লেখা শব্দগুলির পবিত্র অর্থ রয়েছে। একাধিক রঙের উপর লেখা থাকে এই পবিত্র শব্দগুলি।
advertisement
3/6
অনেকেই এই পতাকা দেখতে সুন্দর লাগে বলে বাইক বা গাড়িতে লাগান। তবে বৌদ্ধ ধর্মে এই পতাকার আলাদা মর্ম রয়েছে। এই পতাকার মধ্যে থাকা প্রতিটি রঙেরও আলাদা অর্থ রয়েছে। আজ এই প্রতিবেদনে সেটাই আপনাদের জানাব আমরা।
advertisement
4/6
এই পতাকায় থাকা নীল রংয়ের অর্থ আকাশ। সাদা রংয়ের অর্থ বাতাস। লাল রংয়ের অর্থ আগুন। সবুজ রংয়ের অর্থ জল। হলুদ রংয়ের মানে পৃথিবী।
advertisement
5/6
এই পতাকা শক্তি, শান্তি ও সমবেদনার প্রতীক। বাইকাররা মন করেন, এই পতাকা বাইকে থাকলে পবিত্রতা, সদিচ্ছা ও প্রার্থনা বাতাসে ছড়িয়ে পড়ে।
advertisement
6/6
ওম বৌদ্ধ ধর্মে একটি অতি পবিত্র শব্দ। মণি শব্দের অর্থ রত্ন। পদ্ম অর্থাৎ পদ্ম ফুল। হুম শব্দের অর্থ জ্ঞান। এই পতাকা কখনওই মাটিতে রাখতে নেই। পাহাড়ে এই পতাকা খুবই দেখা যায়। মনে করা হয়, এই বাতাস এই পতাকার সংস্পর্শে এলে সেখানে পবিত্রতা ও আশীর্বাদ ছড়িয়ে পড়ে।