চামড়া পুড়িয়ে দেওয়া গরম শুরু! চার ব্লেড-এর ফ্যান কি বেশি হাওয়া দেবে? জেনে নিন
- Published by:Suman Majumder
Last Updated:
3 Blade vs 4 Blade Fans: চার ব্লেড-এর ফ্যান! কখনও দেখেছেন? গরমকালে এই ফ্যান চললে কি আরাম বেসি? জেনে নিন।
advertisement
1/6

আবহাওয়া দফতর জানিয়েছে, এবার ভয়ঙ্কর গরম পড়বে। সারা দেশে এখন এসি, কুলার কেনার ধুম পড়েছে। তবে অনেকেরই এসি বা কুলার কেনার সামর্থ নেই। তাঁদের ভরসা সিলিং ফ্যান।
advertisement
2/6
তিনটি ব্লেড-এর পাখা তো ঘরে ঘরে আছে। কিন্তু আপনি কি কখনও চার ব্লেড-এর পাখা দেখেছেন? অনেকে মনে করেন চার ব্লেড-এর পাখা বেশি হাওয়া দেয়!
advertisement
3/6
ফ্যান কেনার সময় RPM (Revolutions per minute)-এর দিকে নজর রাখবেন। তিনটি ব্লেড-এর ফ্য়ান-এর আরপিএম হয় সাধারণত ৪০০। অন্যদিকে, চার ব্লেড-এর পাখার আরপিএম থাকে ৩০০-৩৫০।
advertisement
4/6
চার ব্লেড-এর পাখা আকারে ছোট হয়। তবে তিন ব্লেড হোক বা চার, সিঙ্গল ফেজ ইন্ডাকশন মোটরে সাধারণত কোনও তফাত হয় না।
advertisement
5/6
আমেরিকার মতো দেশে চার ব্লেডের ফ্যান জনপ্রিয়। ভারতে অবশ্য ঘরে ঘরে তিনটি ব্লেড-এর ফ্যান দেখা যায়। চার ব্লেডের ফ্যান হাওয়া সারা ঘরে ছড়িয়ে দিতে পারে। তিন ব্লেডের ফ্যান সাধারণত ঘাম শুকোতে পারে তাড়াতাড়ি।
advertisement
6/6
চারটি ব্লেডের ফ্যানে মোটরে চাপ বেশি পড়ে। ফলে ইলেকট্রিসিটি বিল বেশি আসতে পারে। তা ছাড়া চার ব্লেডের ফ্যানে আওয়াজ বেশি।