AC: ফাইভ স্টার থ্রি স্টার...! এসি-র স্টার বেশি হলে সত্যি কি কমে ইলেকট্রিক বিল? 'সত্যিটা' জেনে নিন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Air Conditioner Rating- দেড় টন ফাইভ স্টার এসি রোজ ৮ ঘণ্টা চললে দেড় টন থ্রি স্টার এসির থেকে বছরে প্রায় আড়ই হাজার টাকা পর্যন্ত বিদ্যুত বিল সাশ্রয় করাতে পারে।
advertisement
1/6

বর্ষার শুরু। তবে এখনও গরম পড়ছে। ফলে অনেক বাড়িতেই এসি চলছে পুরোদমে। ফলে বর্ষার এই সময়ও একটু হিসেব করে এসি চালালে বেশ কিছু টাকা এসি বিলে বাঁচাতে পারবেন।
advertisement
2/6
অনেকেই এসি কিনতে যান রেটিং দেখে। বাজারেও থ্রি স্টারের থেকে ফাইভ স্টারের এসির দাম বেশি। তবে সত্যি কি এসি এসির রেটিং-এর উপর ইলেকট্রিক বিল কম বা বেশি হওয়া নির্ভর করে?
advertisement
3/6
এই রেটিং BEE (Bureau of Energy Efficiency) দ্বারা নির্ধারিত হয়। এসি বিদ্যুতচালিত হতে কতটা দক্ষ (energy efficient)। ফলে এই রেটিং-এর উপর বিদ্যুতের বিলের অনেকটাই নির্ভর করে।
advertisement
4/6
এসি-তে ফাইব স্টার মানে কার্যকারিতা বেশি, বিদ্যুৎ খরচ কম। আর থ্রি স্টার মানে কার্যকারিতা তুলনামূলক কম, বিদ্যুৎ খরচ ফাইভ স্টার এসির থেকে কিছুটা বেশি।
advertisement
5/6
Ac-র স্টার রেটিং মূলত ISEER (Indian Seasonal Energy Efficiency Ratio)-এর ওপর ভিত্তি করে নির্ধারিত হয়। অনেকেই দামের জন্য থ্রি স্টার এসি কেনেন। তাতে দীর্ঘমেয়াদি ব্যবহারে ফাইভ স্টার এসির থেকে কিছুটা বেশি বিদ্যুতের বিল দিতে হয়।
advertisement
6/6
দেড় টন ফাইভ স্টার এসি রোজ ৮ ঘণ্টা চললে দেড় টন থ্রি স্টার এসির থেকে বছরে প্রায় আড়ই হাজার টাকা পর্যন্ত বিদ্যুত বিল সাশ্রয় করাতে পারে। দিনে ৬ ঘণ্টার বেশি এসি চালালে ফাইভ স্টার রেটিং এসি কেনাই বুদ্ধিমানের কাজ।