TRENDING:

AC: ফাইভ স্টার থ্রি স্টার...! এসি-র স্টার বেশি হলে সত্যি কি কমে ইলেকট্রিক বিল? 'সত্যিটা' জেনে নিন

Last Updated:
Air Conditioner Rating- দেড় টন ফাইভ স্টার এসি রোজ ৮ ঘণ্টা চললে দেড় টন থ্রি স্টার এসির থেকে বছরে প্রায় আড়ই হাজার টাকা পর্যন্ত বিদ্যুত বিল সাশ্রয় করাতে পারে।
advertisement
1/6
ফাইভ স্টার থ্রি স্টার...! এসি-র স্টার বেশি হলে সত্যি কি কমে ইলেকট্রিক বিল? 'সত্যিটা' কী?
বর্ষার শুরু। তবে এখনও গরম পড়ছে। ফলে অনেক বাড়িতেই এসি চলছে পুরোদমে। ফলে বর্ষার এই সময়ও একটু হিসেব করে এসি চালালে বেশ কিছু টাকা এসি বিলে বাঁচাতে পারবেন।
advertisement
2/6
অনেকেই এসি কিনতে যান রেটিং দেখে। বাজারেও থ্রি স্টারের থেকে ফাইভ স্টারের এসির দাম বেশি। তবে সত্যি কি এসি এসির রেটিং-এর উপর ইলেকট্রিক বিল কম বা বেশি হওয়া নির্ভর করে?
advertisement
3/6
এই রেটিং BEE (Bureau of Energy Efficiency) দ্বারা নির্ধারিত হয়। এসি বিদ্যুতচালিত হতে কতটা দক্ষ (energy efficient)। ফলে এই রেটিং-এর উপর বিদ্যুতের বিলের অনেকটাই নির্ভর করে।
advertisement
4/6
এসি-তে ফাইব স্টার মানে কার্যকারিতা বেশি, বিদ্যুৎ খরচ কম। আর থ্রি স্টার মানে কার্যকারিতা তুলনামূলক কম, বিদ্যুৎ খরচ ফাইভ স্টার এসির থেকে কিছুটা বেশি।
advertisement
5/6
Ac-র স্টার রেটিং মূলত ISEER (Indian Seasonal Energy Efficiency Ratio)-এর ওপর ভিত্তি করে নির্ধারিত হয়। অনেকেই দামের জন্য থ্রি স্টার এসি কেনেন। তাতে দীর্ঘমেয়াদি ব্যবহারে ফাইভ স্টার এসির থেকে কিছুটা বেশি বিদ্যুতের বিল দিতে হয়।
advertisement
6/6
দেড় টন ফাইভ স্টার এসি রোজ ৮ ঘণ্টা চললে দেড় টন থ্রি স্টার এসির থেকে বছরে প্রায় আড়ই হাজার টাকা পর্যন্ত বিদ্যুত বিল সাশ্রয় করাতে পারে। দিনে ৬ ঘণ্টার বেশি এসি চালালে ফাইভ স্টার রেটিং এসি কেনাই বুদ্ধিমানের কাজ।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
AC: ফাইভ স্টার থ্রি স্টার...! এসি-র স্টার বেশি হলে সত্যি কি কমে ইলেকট্রিক বিল? 'সত্যিটা' জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল